শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ফর্মের দিক থেকে কোহলির চেয়ে বাবরকে এগিয়ে রাখলেন আদিল রশিদ

স্পোর্টস ডেস্ক : [২] ফুটবল বিশ্বের রোনালদো-মেসির মতো ক্রিকেটেও নতুন এক দ্বৈরথ দেখা যাচ্ছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি, না পাকিস্তানের বাবর আজম–কে ভালো ব্যাটসম্যান? এই প্রশ্ন রাখছেন অনেকেই। এ লড়াইয়ে বাবর আজমকে এগিয়ে রাখলেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ।

[৩] বিভিন্ন সময়ে রমিজ রাজা, শহীদ আফ্রিদি ও শোয়েব আখতারের মতো সাবেকরা সরাসরি না বললেও, ইনিয়ে-বিনিয়ে বাবর আজমের প্রসঙ্গ তুলেছেন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যানের আলোচনায়। এবার রমিজ-আফ্রিদিদের সেই দাবিটাই সমর্থন পেলো আরেকটু। তাও সেটা সুদূর ব্রিটেন থেকে।

[৪] ইংল্যান্ডের রিস্ট স্পিনার আদিল রশীদের মতে, আমার মনে হয়, বর্তমান ফর্মের কথা বিবেচনা করলে, আমি বাবরকেই সমর্থন করব। তবে মনে রাখবেন, এটা শুধুই বর্তমান ফর্মের ওপর ভিত্তি করে বলছি। আমি বাবর আজমকে নির্বাচন করলাম কেননা বর্তমানে কোহলির চেয়ে ও ভালো ফর্মে আছে। তবে তারা দুজনই বিশ্বমানের ব্যাটসম্যান, এতে কোনো সন্দেহ নেই।

[৫] ৫৩.৬২ গড়ে টেস্টে ৭২৪০ রান করেছেন কোহলি। টেস্টে শতরান করেছেন ২৭ বার। ওয়ানডেতে ২৪৮ ম্যাচ খেলে ৫৯.৩৩ গড়ে এই ফরম্যাটে ১১৮৬৭ রান তুলেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ৪৩ বার।

[৬] ৭৪ ওয়ানডেতে ৫৪.১৭ গড়ে বাবরের রান ৩৩৫৯। সেঞ্চুরি করেছেন ১১টি। টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনও গড়ের দিক দিয়ে পঞ্চাশ ছুঁতে পারেননি পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়