শিরোনাম
◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী ◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি ◈ চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা: স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ◈ বহুমূখি সংকটে দেশের শিল্প খাত ◈ সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে ◈ বেইলি রোডে আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার (ভিডিও) ◈ এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.১৭ শতাংশ, খাদ্য মূল্যস্ফীতিও কমেছে ◈ দেশে ফিরছেন খালেদা জিয়া, ডিএমপির ১০ নির্দেশনা ◈ নিউজিল্যান্ড এ’ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ ◈ বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের ৬ মা‌সের চু‌ক্তি

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাল বিতরণে অনিয়ম, আ.লীগ নেতাকে আটকে রাখলেন স্থানীয়রা

পিরোজপুর প্রতিনিধি: [২] পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচীর তালিকায় অনিয়মের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে ইউপি সদস্য ও তালিকা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ইন্দুরকানীর বালিপাড়ার ইউনিয়ের ১ নম্বর ওয়ার্ডে ঢেপসাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

[৩] স্থানীয়রা অভিযোগ করেন, করোনাভাইরাস দুর্যোগের শুরু থেকে সব ধরনের ত্রাণ বিতরণে ইউপি সদস্য ইয়াকুব আলী অনিয়ম করে আসছিলেন। দলীয় ও আত্মীয়-স্বজনদের মাঝেই বেশি ত্রাণ দিচ্ছিলেন তিনি। এতে প্রকৃত অসহায় মানুষেরা বঞ্চিত হন। ফলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর তালিকায় বিত্তবান ও দলীয় লোকদের নামই অধিকাংশ অন্তভুক্ত করেন ইয়াকুব। তাই আজ তাকে বালিপাড়ার স্থানীয় লোকজন অবরুদ্ধ করে তার কাছ থেকে তালিকাটি ছিনিয়ে নেন।

[৪] খবর পেয়ে ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউপি সদস্য ও বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলীকে উদ্ধার করেন।

[৫] উদ্ধারের পর ইয়াকুব আলী বলেন, ‘মানবিক খাদ্য সহয়তা তালিকা যাচাই-বাছাই করার সময় স্থানীয় শাহিন, মোশারেফ, কবিরসহ আরও অনেকে দলবল নিয়ে আমাকে অবরুদ্ধ করে রাখেন।’

[৬] ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, ‘ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এরপর যারা সরকারি কাজে বাধা দেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়