শিরোনাম
◈ গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প: বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাল বিতরণে অনিয়ম, আ.লীগ নেতাকে আটকে রাখলেন স্থানীয়রা

পিরোজপুর প্রতিনিধি: [২] পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচীর তালিকায় অনিয়মের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে ইউপি সদস্য ও তালিকা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ইন্দুরকানীর বালিপাড়ার ইউনিয়ের ১ নম্বর ওয়ার্ডে ঢেপসাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

[৩] স্থানীয়রা অভিযোগ করেন, করোনাভাইরাস দুর্যোগের শুরু থেকে সব ধরনের ত্রাণ বিতরণে ইউপি সদস্য ইয়াকুব আলী অনিয়ম করে আসছিলেন। দলীয় ও আত্মীয়-স্বজনদের মাঝেই বেশি ত্রাণ দিচ্ছিলেন তিনি। এতে প্রকৃত অসহায় মানুষেরা বঞ্চিত হন। ফলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর তালিকায় বিত্তবান ও দলীয় লোকদের নামই অধিকাংশ অন্তভুক্ত করেন ইয়াকুব। তাই আজ তাকে বালিপাড়ার স্থানীয় লোকজন অবরুদ্ধ করে তার কাছ থেকে তালিকাটি ছিনিয়ে নেন।

[৪] খবর পেয়ে ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউপি সদস্য ও বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলীকে উদ্ধার করেন।

[৫] উদ্ধারের পর ইয়াকুব আলী বলেন, ‘মানবিক খাদ্য সহয়তা তালিকা যাচাই-বাছাই করার সময় স্থানীয় শাহিন, মোশারেফ, কবিরসহ আরও অনেকে দলবল নিয়ে আমাকে অবরুদ্ধ করে রাখেন।’

[৬] ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, ‘ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এরপর যারা সরকারি কাজে বাধা দেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়