শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১১ মে, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ১১ মে, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিনামূল্যে করোনার নমুনা সংগ্রহে ঢাকা নারায়ণগঞ্জের ছয়টি স্থানে জে কে জি হেলথকেয়ারের ৪৪টি বুথ

শরীফ শাওন : [২] বেসরকারী এই সেচ্ছাসেবী সংগঠন থেকে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে কাজ করছেন তারা। নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠিয়ে দেন এবং পরীক্ষার ফলাফল মুঠোফোনে জানিয়ে দেয়া হয়। প্রতিদিন গড়ে ৩ থেমে সাড়ে ৩ শত মানুষের নমুনা সংগ্রহ করা হয়। সেচ্ছাসেবী সংগঠনটি ওভাল গ্রুপের একটি অঙ্গসংগঠন।

[৩] ওভাল গ্রুপের চেয়ারম্যান সাবরিনা আরিফ জানান, বেসরকরি প্রতিষ্ঠান হিসেবে আমরাই প্রথম এই নমুনা সংগ্রহের কাজ করছি। সর্বপ্রথম করোনা ঝুঁকিপ্রবন এলাকা হিসেবে নারায়ণগঞ্জ ও পরবর্তীতে ঢাকার কয়েকটি এলাকায় এ বুথ স্থাপন করা হয়।

[৪] প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ আদর্শ গার্লস কলেজ এবং কড়াইল বস্তি এলাকায় এ বুথ স্থাপন করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে রাজধানীর গুলশান, উত্তরা ও বাড্ডা এলাকায় বুথ স্থাপন করা হবে। গত ৮ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও সিদ্ধিরগঞ্জের এম এইচ বুলু স্কুল অ্যান্ড কলেজে বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নমুনা সংগ্রহের কাজ চলছে। আরো জানান, নমুনা সংগ্রহে ৪০০ স্বাস্থ্যকর্মী কাজ করছেন। এর আগে তাদের প্রশিক্ষণ দেয়া হয়।

[৫] জে কি জে হেলথকেয়ার জানায়, যে কেউ নমুনা দিতে পারবে, নমুনা ও পরীক্ষার ফলাফলের জন্য ০১৭৯২৪৪৪১১১ নম্বরটিতে যোগাযোগ করতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়