লেখক : ব্রায়ান ট্রেসি।। অনুবাদক : রিবেল মনোয়ার : কোন কাজ করার আগে নিজেকে এই প্রশ্নটিই অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, আমি এই কাজটি কীভাবে করবো? যখন এই প্রশ্নটিই মাথায় খেলা করবে, তার আগে আরও দুটি প্রশ্নের জবাব দিতে হবে। ১. আমি এখন কোন পরিস্থিতিতে আছি? ২. আমি কোন পথে এগোচ্ছি? যখন নিজের অবস্থান এবং কাজের গতি সম্পর্কে নিশ্চিত হবেন, তখন নিজেকে আর একটা প্রশ্ন করতে হবে। সেটি হচ্ছে ‘এবার কী করা যায়’? সব কিছু মিলিয়ে এখন যা করছেন সেটি কি আপনাকে দ্রুত ও দক্ষতার সঙ্গে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে দিচ্ছে? আপনার উন্নয়নের যে পথ বা গতিশক্তি রয়েছে তাতে কি আপনি খুশি? সব কিছু কি ঠিকঠাক চলছে, নাকি চলার পথে হোঁচট খাচ্ছেন?
আপনার কাজের পদ্ধতি নিয়ে নিজেকে প্রশ্ন করতে পারেন। অর্থাৎ কাক্সিক্ষত ফল না পেলে কাজের পদ্ধতি পরিবর্তন নিয়ে চিন্তা করুন। বলা হয়ে থাকে ব্যর্থতার মূল কারণ হচ্ছে কাজের ক্ষেত্রে যে ভুল পদ্ধতিসমূহ নির্বাচন করা হয়েছে সেটির ফলাফল সঠিকভাবে পরিমাপ না করা। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনার কাজের এবং জীবনযাপনের পদ্ধতি কী? আপনার পদ্ধতিসমূহের সঠিকতা নিরূপণ করতে পেরেছেন কি? ব্যাপারগুলো কি আপনার কাছে ধোঁয়াশা নাকি, একেবারে স্পষ্ট? এগুলো নিয়ে যখন আপনি বিশ্লেষণ করবেন তখন আপনার সামর্থ্যরে তুলনায় অনেক অপূর্ণতা আপনার চোখে পড়বে। তখন নিজের জীবনকে সাজানোর জন্য টাইম ম্যানেজমেন্ট করা সহজ হবে। বেস্ট সেলার বুক ‘টাইম ম্যানেজমেন্ট’ বই থেকে সংগৃহীত।