মোহাম্মদ এ. আরাফাত : দুই ধরনের সমালোচনা আছেÑ ১. গঠনমূলক সমালোচনা। ২. ভিত্তিহীন সমালোচনা। গঠনমূলক সমালোচনা থেকে শিক্ষা নিতে হবে আর ভিত্তিহীন সমালোচনাকে উপেক্ষা করতে হবে। তবে সরকার বিরোধিতার নামে ‘গুজব’ ছড়ানো কিন্তু কোনো ধরনের সমালোচনার মধ্যেই পড়ে না। ‘গুজব’ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অনেক ক্ষেত্রেই যথেষ্ট তথ্যের অভাবে অনেকেই গঠনমূলক সমালোচনার পরিবর্তে অতিরিক্ত বিপ্লবী হয়ে ভিত্তিহীন সমালোচনা করে বসেন। গণমাধ্যমের বিস্তার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে এসব ভিত্তিহীন সমালোচনা হবেই। এই ভিত্তিহীন সমালোচনাগুলোকে উপেক্ষা করতে হবে। তবে ‘সমালোচনা’ এবং ‘গুজব’ কিন্তু এক জিনিস নয়। এই দুয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করাটা খুবই জরুরি। সবার জন্যই জরুরি।