শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শুরুর পর থেকে এ যাবৎকালের সবচেয়ে সংকটকালীন সময় পার করছে পর্যটন শিল্প: বিশ্ব পর্যটন সংস্থা

লিহান লিমা:[২] ২০২০ সালে বৈশ্বিক পর্যটন ৫৮ থেকে ৮০ শতাংশ হ্রাস বলে জানিয়েছে বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডবিøউটিও)। যা পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ১২ কোটি মানুষের জীবিকার ওপর আঘাত হানবে। দ্য গার্ডিয়ান

[৩]এ বছর বৈশ্বিক পর্যটন খাতে আর্থিক ক্ষতি হবে ৭৩৬ থেকে ৯৭১ বিলিয়ন পাউন্ড। এই বছরের প্রথম তিন মাসের হিসেবের ওপর ভিত্তি করে এই সমীক্ষা দাঁড় করানো হয়েছে। বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউন কার্যকর করার পর মার্চেই আন্তর্জাতিক পর্যটক হ্রাস পেয়েছে ৫৭ শতাংশ।

[৪]ইউএনডবিøউটিও এর মহাপরিচালক জুরাব পোলোলিখাশেভিলি বলেন, ‘এই বিশ্ব অসম্ভবভাবী স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাত। এই খাতের সঙ্গে জড়িত লাখ লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মধ্যে পড়েছে।

[৫]ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিল (ডবিøউটিটিসি) এর পূর্বসমীক্ষায় বলা হয়েছে, বর্তমান সংকটের কারণে ভ্রমণ ও পর্যটন খাতের ১০ কোটির বেশি কর্মী চাকরি হারাবেন, এর মধ্যে তিন-চতুর্থাংশই জি-২০ ভুক্ত দেশগুলোর।

[৬]সংস্থাটি জানায়, বিশ্বব্যাপী এয়ারলাইন্সগুলোর আয় প্রায় অর্ধেক কমে গিয়েছে। ১৯৫০ সালের পর আর এতটা খারাপ অবস্থায় পড়েনি পর্যটন শিল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়