তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: [২] এনিয়ে জেলায় মোট ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তবে নতুনভাবে আক্রান্ত একজন ঢাকায় থাকেন বলে জানা গেছে।
[৩] শুক্রবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ। তিনি বলেন, শুক্রবার দুপুরে নতুনভাবে আরো দুইজনের নেওয়া নমুনার ফলাফলে করোনা পজিটিভ এসেছে। তাদের একজনের বাড়ি জেলা সদর উপজেলায়। আরেকজন ঢাকায় থাকেন।
[৪] সে গত বুধবার সকালে ঢাকা থেকে আবু তালেব নামে এক আড়াই বছরের শিশুর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স করে আশুগঞ্জের লালপুরে এসেছিলেন। সেখানে অনেকেরই নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্য থেকে ঢাকা থেকে আসা ওই যুবকের নমুনার ফলাফল পজিটিভ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সে ওই অ্যাম্বুলেন্সে করেই আবার ঢাকায় ফিরে গেছেন। জেলা সদরে পাওয়া আরেকজনকে আইসোলেশনে আনার ব্যবস্থা করা হয়েছে।
[৫] সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ আরো বলেন, জেলার সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী জেলার সদর উপজেলায় ৪ জন, আখাউড়ায় ১৪ জন, বিজয়নগরে ৯ জন, নাসিরনগরে ৯ জন, বাঞ্ছারামপুরে ৬ জন, নবীনগরে ১৬ জন, সরাইলে একজন রয়েছেন। এর মধ্যে ঢাকা থেকে আসায় নমুনা সংগ্রহ করা একজন রয়েছে। তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন।
[৬] বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা ২৪ জন। নতুনভাবে আরো একজন যুক্ত হবেন। আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। সম্পাদনা: জেরিন আহমেদ