শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার নতুন হটস্পট রাশিয়া, প্রাণ ফিরে পেতে শুরু করেছে ইউরোপে

আরিফ হোসেন: [২] কোভিড-১৯ এর প্রাদুর্ভাব কিছুটা কমে আসায়, অনেকটা প্রাণ ফিরে পেতে শুরু করেছে ইউরোপের কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রেও মৃত্যু কিছুটা কমলেও, তা বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে এখনো সর্বোচ্চ। এছাড়া করোনায় নতুন হটস্পট হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়া। নিউজ২৪

[৩] বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। আর আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে। ইউরোপের পর ভারত, ইরান, মালয়শিয়াসহ বেশকটি দেশ লকডাউন শিথিলের প্রস্তুতি নিচ্ছে।

[৪] যুক্তরাষ্ট্রে গেলো সপ্তাহের তুলনায় সংক্রমণ অনেকটা কমে এসেছে। যে কারণে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের অস্থায়ী হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়েছে। গেলো ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ১৫৪ জনের।

[৫] ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি এক লাখ মৃত্যুর আশংকা করছেন। এছাড়া এরইমধ্যে অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে লকডাউন খুলে দেয়া হয়েছে।

[৬] গেলো ছয় সপ্তাহের মধ্যে স্পেনে একদিনে সর্বনি¤œ মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬৪ জন। লকডাউন খুলে দেয়ায় মুক্তির আনন্দে প্রচুর মানুষ বাইরে বের হলেও গণপরিবহনে মুখে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্যেও অনেকটাই কমে এসেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

[৭] তবে রাশিয়া ও ব্রাজিলে ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। ২৪ ঘন্টায় রাশিয়াতে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৩৩ জন। ব্রাজিলেও সংক্রমণ এরইমধ্যে এক লাখ ছাড়িয়েছে।

[৮] করোনাকে সঙ্গী করে বেঁচে থাকার প্রস্তুতির আহ্বান জানিয়ে ভারতের দিল্লীর লকডাউন খুলে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও দেশটিতে একদিনে এখন পযন্ত সর্বোচ্চ দুই হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছে। এছাড়া বিরোধী দলীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ঘোষণা দিয়েছেন, ভারতে বিভিন্ন রাজ্যে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের ঘরে ফেরার খরচ জোগাবে কংগ্রেস।

[৯] বিভিন্ন দেশে করোনার প্রাদুর্ভাব কমে আসায় অনেকেই চাইছেন জনজীবনে স্বাভাবিকত্ব ফিরিয়ে আনতে। এ লক্ষ্যে ইরানে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও মালয়শিয়াতেও লকডাউন শিথিলের করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়