শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাশের পাহাড় দেখতে-দেখতে হতাশায় আত্মহত্যার পথ বেছে নিলেন মার্কিন চিকিৎসক

ইয়াসিন আরাফাত : [২] বর্তমানে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ১০ লক্ষ, মৃত্যু প্রায় ৫৯ হাজার মানুষের। খুব তাড়াতাড়ি যে ঘুরে দাঁড়াবে দেশটি, তারও কোনও দিশা পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে প্রতিদিন লাশের পাহাড় দেখতে-দেখতে হতাশায় আত্মহত্যার পথ বেছে নিলেন মার্কিন এক চিকিৎসক। নিউইয়র্ক পোস্ট, রয়টার্স, ইউএস নিউজ

[৩] জানা গিয়েছে, ওই চিকিৎসকের নাম ডা. লরনা ব্রিন। তিনি নিজেও কোভিড-১৯-এ আক্রান্ত হয়েও ভেঙে পড়েননি। সুস্থ হয়ে আবারও নেমেছিলেন করোনা-যুদ্ধে। তিনি ম্যানহাটানের নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান অ্যালেন হাসপাতালে জরুরি বিভাগের ডিরেক্টর ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষও লরনাকে 'বীর যোদ্ধা' বলে অভিহিত করেছে।

[৪] স্থানীয় পুলিশ জানায়, ভার্জিনিয়ায় পরিবারের সঙ্গে থাকতেন লরনা। কিন্তু গত রোববার ৪৯ বছর বয়সী এই চিকিৎসক নিজের শরীরে আঘাত করে আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবারও।

[৫] মৃত লরনার শোকে মূহ্যমান তার বাবা জানিয়েছেন, মেয়ের কাজই ওঁকে কেড়ে নিল। তিনি জানান, তার মেয়ের কোনও ধরনের মানসিক অসুস্থতার ইতিহাস ছিল না।

[৬] তিনি আরও জানান, শেষ যখন মেয়ের সঙ্গে কথা হয়, তখন লরনা বলেছিলেন, হাসপাতালে কীভাবে অকাতরে মানুষের মৃত্যু হচ্ছে। ম্যানহাটনের যে হাসপাতালের চিকিৎসক ছিলেন লরনা, সেই ২০০ শয্যার হাসপাতালটিতে বহু সংখ্যক মানুষ মারা গিয়েছেন করোনায়। সেই শোক সহ্য করতে পারেননি লরনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়