আজহারুল হক, ময়মনসিংহ প্রতিনিধি : [২] জেলার ঈশ্বরগঞ্জে তালাক দেয়া স্বামীর ছুরিকাঘাতে লাকি আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম গ্রামে।
[৩] জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম গ্রামের সাহেদ আলীর মেয়ে লাকি আক্তারকে ৫ বছর পূর্বে প্রেম করে বিয়ে করেন তারই চাচাতো ভাই আহাম্মদ আলীর ছেলে এমদাদুল হক। তাদের সংসারে মাইশা নামে দুই বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে লাকির ওপর নির্যাতন চালাত এমদাদ। এসব কারণে গন ৫ মাস পূর্বে স্বামীকে ডিভোর্স দেন লাকি। এরপর ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় কাজ নেয়।
[৪] পরে মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ঢাকা থেকে মেয়ে মাইশাকে দেখতে বাড়িতে আসে লাকি। জানতে পেরে সাবেক স্বামী এমদাদ বাড়িতে গিয়ে লাকির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লাকির মৃত্যু হয়।
[৫] গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
[৬] ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক এমদাদকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। সম্পাদনা: জেরিন আহমেদ