শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ◈ মনোনয়ন নয়, দল ও দেশ বড়—মনোনয়নবঞ্চিতদের প্রতি তারেক রহমানের আহ্বান ◈ দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ◈ ট্রাম্পের নীতিতে পরিবর্তন: মানবাধিকার নয়, এখন গুরুত্ব আঞ্চলিক স্থিতিশীলতায় ◈ ডিজিটাল লেনদেনে নতুন মাইলফলক, তবে নেই প্রধান দুই প্ল্যাটফর্ম

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেড সংযোজন ও বিদ্যুতের কাজ ৩০ এপ্রিলের মধ্যেই হস্তান্তর

আরিফ হোসেন: [২] কোভিট-১৯ আক্রান্তদের চিকিৎসায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মিত অস্থায়ী বিশেষায়িত হাসপাতাল প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুই হাজার ১৩ শয্যার অস্থায়ী হাসপাতালটি আগামী (৩০এপ্রিলে) মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নিউজ ২৪

[৩] আইসিসিবি কর্তৃপক্ষশেষ জানান, মূহূর্তে চলছে বেড সংযোজন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের কাজ। আর উদ্ভোধনী তারিখ নির্ধারন সহ হাসপাতালে কর্মরতদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে।

[৪] দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে সাড়া দিয়ে গেল ১৩ই এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় করোনা রোগীর চিকিৎসায় অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

[৫] প্রস্তাবনা অনুযায়ী পাঁচ হাজার শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল করার পরিকল্পনা থাকলেও, প্রাথমিক পর্যায়ে দুই হাজার ১৩ শয্যার চূড়ান্ত প্রস্তুতি নিয়েই আগামী ৩০এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান দায়িত্বরত প্রকৌশলী।

[৬] সমন্বিত উদ্যেগে আইসিসিবির অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে জানিয়ে, আইসিসিবি কর্তৃপক্ষ বলছে সেবার জন্য এখন উন্মুক্ত হওয়ার অপেক্ষায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা।

[৭] বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসক ও নার্স নিয়োগের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়