শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চরম সঙ্কটেও ধৈর্য্য-সাহস পরিশ্রম ও কর্মকৌশল দিয়ে সম্ভাবনার অগ্রগতিকে নিরুপণ করতে পারেন শেখ হাসিনা : ওবায়দুল কাদের

সমীরণ রায় : [২] যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম জনপ্রিয় অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ‘ফোর্বস’-এ প্রকাশিত নিবন্ধে করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় গৃহীত পদক্ষেপের জন্য প্রশংসিত হওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সমগ্র পৃথিবী ভয়াবহ সঙ্কটের সম্মুখীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে বিশ্বের ক্ষমতাধর উন্নত রাষ্ট্রসমূহও।

[৩] তিনি আরও বলেন, বাংলাদেশও সম্পূর্ণ অপরিচিত প্রাণঘাতি এই মহামারি মোকাবিলায় নিরন্তন প্রয়াস চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার মেধা-মনন সততা-নিষ্ঠা দক্ষতা-কর্মকৌশল ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কর্মোদ্যোগ বাস্তবায়ন করছে। করোনা মোকাবিলার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে ভুল করেননি তিনি। তাঁর এই ত্বরিত সিদ্ধান্তে অতিমাত্রায় সংক্রমিত ভাইরাস করোনার ব্যাপক বিস্তার রোধ করা সম্ভব হয়েছে। জাতিসংঘ, বিশ্ব স্থাস্থ্য সংস্থা এবং
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও শেখ হাসিনার পদক্ষেপগুলোর প্রশংসা করেছে।

[৩] কাদের বলেন, শেখ হাসিনার দূরদর্শী, প্রজ্ঞা-বিচক্ষণতা নেতৃত্বে চীনে করোনা ভাইরাস হানা দেয়ার পরপরই পদক্ষেপ গ্রহণ করে সরকার। ফেব্রুয়ারির প্রথম দিকে চীনে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয় এবং করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে স্ক্রিনিং ডিভাইস স্থাপন করে প্রায় সাড়ে ছয় লাখ মানুষের স্ক্রিনিং করা হয়। এরমধ্যে ৩৭ হাজার ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

[৪] তিনি আরও বলেন, মার্চের শুরুর দিকে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারণ ছুটি ঘোষণা ও ব্যাপক গণসচেতনতা গড়ে তোলাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বিশেষ সেক্টরে প্রণোদনা ঘোষণা এবং দুর্দশাগ্রস্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন।

[৪] তিনি বলেন, প্রাণঘাতি মহামারি করোনা প্রতিরোধে শেখ হাসিনা এসব পদক্ষেপে আন্তর্জাতিক এই স্বীকৃতি সংকট মোকাবেলায় দেশেবাসীকে অনুপ্রেরণা জোগাবে।

[৫] সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়