শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিনিয়ত মুনাফা কমছে রাষ্ট্রায়ত্ত গাজী ওয়্যারসের

মো. আখতারুজ্জামান : [২] দেশে বিশ্বমানের সুপার এনামেল তামার তার তৈরি করে আসছে বাংলাদেশ স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের শিল্প প্রতিষ্ঠান গাজী ওয়্যারস লিমিটেড। তবে প্রতিবছর যে হারে মুনাফা কমছে তাতে খুব দ্রæত রুগ্ন শিল্পে পরিণত হবে বিশ্বমানের এ কোম্পানিটি। যদিও বলা হচ্ছে নতুন মেশিন ব্যবহারে আয় বাড়বে।

[৩] বিএসইসি-এর সূত্রে জানা যায়, গাজী ওয়্যারস লিমিটেড ২০১৬-১৭ অর্থবছরে ১৬ কোটি ৪৩ লাখ টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৮ কোটি ৮৩ লাখ টাকা, ২০১৮-১৯ অর্থবছরের ৮ কোটি ২৬ লাখ টাকা এবং চলতি ২০১৯-২০ অর্থবছরে ৯ মাসে মাত্র ১ কোটি ২৫ লাখ টাকা লাভ করেছে।

[৪] গাজী ওয়্যারসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির জানান, চলতি অর্থবছরে আমাদের মুনাফা কমেছে। কারণ কাঁচামালের দাম বেড়েছে এবং কর্মচারীদের বেতন দ্বিগুণ দিতে হয়েছে।

[৫] জানা যায়, জাপানের উন্নতমানের ইলেকট্রোলাইটিক তামার তার এবং হিটাচির ইনসুলেটিং ভার্নিস ব্যবহার করে ৯৯ দশমিক ৯৯ ভাগ সুপার এনামেল তামার তার উৎপাদন করছে কোম্পানিটি। ফলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের তামার তার সরবরাহ করছে গাজী ওয়্যারস।

[৬] গোলাম কবির বলেন, এ কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থবছরে নিজস্ব অর্থায়নে প্রায় ৮ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ২৫০ টন উৎপাদন ক্ষমতাসম্পূর্ণ একটি মেশিন স্থাপন করা হয়।

[৭] তিনি জানান, ২০১৯ সাল থেকে নতুন মেশিনটির মাধ্যমে উৎপাদন কার্যক্রম শুরু হয়। প্রায় ৫৫ বছরের পুরাতন জাপানি যন্ত্রপাতির মাধ্যমে প্রতি অর্থবছর ৪০০ থেকে ৪৫০ টন তামার তার উৎপাদন করতো। তবে নতুন এ মেশিনটি যুক্ত হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৭০০ মোট্রক টন অতিক্রম করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়