শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রাম্য সালিশে মারামারি আহত ৮, গ্রেফতার ৪

অনিক সিকদার:[২] রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামে জমিজমাকে কেন্দ্র করে সালিশে মারামারিতে ৮ জন আহত হয়েছে। আহতদেরকে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

[৩] আহতরা হলেন দিলালপুর গ্রামের মোজাহার শেখের ছেলে হিরণ শেখ (৪৫), তার স্ত্রী পান্না বেগম (৩৫), ছোট ভাই হারুন শেখ (৩৮) মৃত মোজা শেখের স্ত্রী নুর জাহান (৭০), মজিদ মোল্লার ছেলে ইসমাইল মোল্লা (৩০) তমছের মোল্লার ছেলে নিরুজ মোল্লা (৩৫), আব্দুর মজিদ শেখের ছেলে রফিক শেখ (৩০), রজব শেখের ছেলে রাসেল শেখ (২৫)।

[৪] এদের মধ্যে আহত নিরুজ ও পান্নার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে।

[৫] শুক্রবার সকালে দিলালপুর গ্রামে মজিদের বাগানে হিরন ও মজিদ উভয় পক্ষের উপস্থিতে নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা সালিশে বসে। সালিশ চলাকালিন সময় এই মারামারির ঘটনা ঘটে।

[৬] এঘটনায় পুলিশ বহরপুরের নিরু, শাজাহান এবং দিলালপুর গ্রামের ফারুক ও ফরহাদকে আটক করে।

[৭] আহত হারুন শেখ জানান, বৃহস্পতিবার সকালে আমার ভাই হিরণ শেখের চাষকরা জমির মধ্যে আধা শতাংশ জমিতে প্রতিবেশী মজিদ শেখের ছেলে ফারুক, ফরহাদ ও রফিক মিলে জোরপূর্বক কোদাল দিয়ে মাটি কোবায়ে ডাটার বীজ ছিটিয়ে দেওয়ার সময় আমার ভাবী পান্না বেগম ও ভাতিজা হৃদয় ও রানা বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার দুই ভাতিজাকে মারধর করে। মারধরের ঘটনায় ভাবী পান্না বেগম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় বিকালে একটি অভিযোগ দায়ের করে।

[৮] নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী বলেন, দিলালপুর গ্রামে মজিদ শেখ ও হিরণ শেখের মধ্যে জমি নিয়ে একটি ঝামেলা ছিল। বৃহস্পতিবার হিরন শেখের স্ত্রী থানায় একটি অভিযোগ দায়ের করে। ঐ গ্রামের কিছু লোকজন বিষয়টি মিমাংসার জন্য অনুরোধ করলে আমি উভয় পক্ষের দুইজন করে সালিশে উপস্থিত থাকবে এই শর্তে আমি রাজি হই। মিমাংসা লক্ষে সালিশ চলাকালিন সময়ে মজিদ শেখের পক্ষে নিরু ও শাজাহান উস্কানিমূলক কথাবার্তা বললে দুই পক্ষের মধ্যে মারামারি বাধে। পরে আমি সেখান থেকে চলে আসি।

[৯] বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, চেয়ারম্যান সালিশ ডেকেছেন সেটি আমাদেরকে আগে জানাননি। সালিশের সময় মারামারি শুরু হলে তখন আমাদেরকে বিষয়টি তিনি ফোনে জানান। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়