শিরোনাম
◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুস্থ মানুষের সহায়তায় অর্থ দিতে ২০১৯ বিশ্বকাপে রেকর্ড গড়া ব্যাটটি নিলামে তুলছেন সাকিব

আক্তারুজ্জামান : [২] নিজের প্রিয় ব্যাটটি আর কাছে রাখছেন না বাংলাদেশের পোস্টার বয়। করোনাভাইরাস মোকাবেলায় প্রিয় ব্যাট নিলামে তুলবেন সাকিব আল হাসান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এই ঘোষণা দেন সাকিব।

[৩] ব্যাট বিক্রি করে যে টাকা আয় হবে তা দিয়ে তিনি দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন বলে উল্লেখ করেছেন।

[৪] সাকিব আল হাসান এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে থেকে মঙ্গলবার বাংলাদেশ সশয় রাত আটটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন সাকিব।

[৫] এসময় টাইগার অলরাউন্ডার বলেন, ‘আমি আমার প্রিয় একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাট দিয়ে অনেক ম্যাচ খেলেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ম্যাচের সঙ্গে। যেহেতু বেশ কিছুদিন আমি ক্রিকেটের সঙ্গে নেই। সুতরাং, এই ব্যাটের সঙ্গে আমার আপাতত সংযোগ নেই। নিলামের ব্যাপারে পরে অনলাইনে আসব এবং বিস্তারিত কথা হবে। এই ব্যাট বিক্রি করে যে টাকা হবে তার পুরোটাই সাকিব আল হাসান ফাউন্ডেশনে জমা হবে এবং সেখান থেকে দুস্থ মানুষদের সহযোগিতা করা হবে।’

[৬] এই ব্যাট দিয়ে ২০১৯ বিশ্বকাপে বেশ কয়েকটি রেকর্ড গড়েন সাকিব। বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড ছাড়াও সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন এই ব্যাট দিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়