শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুস্থ মানুষের সহায়তায় অর্থ দিতে ২০১৯ বিশ্বকাপে রেকর্ড গড়া ব্যাটটি নিলামে তুলছেন সাকিব

আক্তারুজ্জামান : [২] নিজের প্রিয় ব্যাটটি আর কাছে রাখছেন না বাংলাদেশের পোস্টার বয়। করোনাভাইরাস মোকাবেলায় প্রিয় ব্যাট নিলামে তুলবেন সাকিব আল হাসান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এই ঘোষণা দেন সাকিব।

[৩] ব্যাট বিক্রি করে যে টাকা আয় হবে তা দিয়ে তিনি দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন বলে উল্লেখ করেছেন।

[৪] সাকিব আল হাসান এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে থেকে মঙ্গলবার বাংলাদেশ সশয় রাত আটটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন সাকিব।

[৫] এসময় টাইগার অলরাউন্ডার বলেন, ‘আমি আমার প্রিয় একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাট দিয়ে অনেক ম্যাচ খেলেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ম্যাচের সঙ্গে। যেহেতু বেশ কিছুদিন আমি ক্রিকেটের সঙ্গে নেই। সুতরাং, এই ব্যাটের সঙ্গে আমার আপাতত সংযোগ নেই। নিলামের ব্যাপারে পরে অনলাইনে আসব এবং বিস্তারিত কথা হবে। এই ব্যাট বিক্রি করে যে টাকা হবে তার পুরোটাই সাকিব আল হাসান ফাউন্ডেশনে জমা হবে এবং সেখান থেকে দুস্থ মানুষদের সহযোগিতা করা হবে।’

[৬] এই ব্যাট দিয়ে ২০১৯ বিশ্বকাপে বেশ কয়েকটি রেকর্ড গড়েন সাকিব। বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড ছাড়াও সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন এই ব্যাট দিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়