শিরোনাম
◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সঙ্কটের মধ্যেই রমজানের প্রস্তুতি নিচ্ছে বিশ্ব, তারাবির জামাত ও গণইফতার বর্জন করছে অনেক দেশ

আসিফুজ্জামান পৃথিল : [৩] বাতিল হওয়া ইফতার থেকে শুরু করে স্থগিত নামাজের জামাত। মধ্যপ্রাচ্যসহ সারা পৃথিবীর মুসলমানরা এক নিকষ কালো, বেদনায় ভরা রমজান মাসের অপেক্ষায় আছেন। পৃথিবীর বুকে আর কোনও রমজান বোধহয় এতটা কষ্ট নিয়ে আসেনি। এএফপি, মিডল ইস্ট মনিটর।

[৩] রমজান মুসলমানদের জন্য যেমন আত্ম উপলব্ধির মাস, তেমনি এটি সামজিক বন্ধন বৃদ্ধিরও সময়। মুসলমানরা এই পবিত্রতম সময়ে সবাই একে অপরের সঙ্গে নিজের ইফতার ভাগ করে নেন। কাঁধে কাঁধ মিলিয়ে তারাবির নামাজ পড়েন।

[৪] এ বছরের মতো কখনই রমজান এমন শঙ্কায় পরেনি। পুরো মধ্যপ্রাচ্যে কোটি কোটি মানুষ লকডাউন অবস্থায় রয়েছেন। যেই দক্ষিণ এশিয়ায় পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিমের বাস, সেই অঞ্চলটিও লকডাউন। ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান পৃথিবীর বৃহত্তম ৩ মুসলিম দেশই লকডাউনের আওতায় রয়েছে। মসজিদগুলোও বন্ধ।

[৫] সৌদি আরবের গ্রান্ড মুফতি আব্দুলাজিজ আল-শেখ সকলকে বাড়িতে বসে তারাবারি নামাজ ও রমজানের ইবাততের নির্দেশ দিয়েছেন। এমনকি ঈদের নামাজও বাড়িতে পড়তে বলেছেন। ইন্দোনেশিয়াও একই নির্দেশনা দিয়েছে। পাকিস্তান স্বল্প পরিসরে নামাজের অনুমতি দিলেও তা কার্যকর করা যাবে কিনা বলা যাচ্ছে না। বাংলাদেশ এখনও আনুষ্ঠানিক নির্দেশনা না দিলেও সব মসজিদই একরকম বন্ধ।

[৬] মক্কার গ্র্যান্ড মসজিদ মসজিদুল হারামের মুয়াজ্জিন আলি মুল্লা বলেন, ‘আমাদের হৃদয় কাঁদছে। আমরা সারাদিনই পবিত্র এই মসজিদে মানুষের ভীড় দেখে অভ্যস্থ। আমি জানি আমার কেমন লাগছে। সারা পৃথিবীর মুসলমানদের বলছি, আল্লাহ চান আপনারা বাড়িতে থাকুন। বাড়িতে থেকে ইবাদত করুন। সারা পৃথিবীর সুস্থতার জন্য দোয়া করুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়