মনিরুল ইসলাম: [২] চাঁপাইনবাবগঞ্জ-৩ থেকে নির্বাচিত বিএনপির সংসদীয় দলের নেতা মো হারুনুর রশীদ বলেন, দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ মনে হচ্ছে। প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। শনাক্ত হচ্ছেন নতুন নতুন রোগী।
[৩] তিনি বলেন, করোনা শনাক্তে এখনো পর্যাপ্ত টেস্টের অভাব। বিভাগীয় শহর ও জেলা শহরে করোনা পরীক্ষা হচ্ছে না। টেষ্ট ছাড়া করোনা রোগী আলাদা করা সম্ভব নয়। স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সামগ্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মতে সরবরাহ হচ্ছে না বলে ডাক্তাররা অভিযোগ করছেন। ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে করোনা কি করে হবে।
[৪] বিএনপির সংসদ সদস্য বলেন, আমি শনিবার নিয়ম রক্ষার অধিবেশনে যোগ দিয়েছি। তবে সংসদ সময় স্বল্প ছিলো বলে পরিস্থিতি বিবেচনায় বক্তব্য রাখিনি।
[৫] তিনি বলেন, মানুষকে ঘরে বেশিদিন আটকে রাখা যাবে বলে মনে হচ্ছে না। লকডাউনের মেয়াদ বাড়তে থাকলে মানুষ ঘর থেকে বের হয়ে পড়বে না এর নিশ্চয়তা দেয়া কঠিন। খাদ্যসাহায্যে ও আর্থিক সহযোগিতা ঘরে ঘরে নিশ্চিত করতে হবে। তা হলেই লকডাউনের সুফল মিলবে বলে আমার বিশ্বাস।