শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৫:৫৪ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুর থেকে পালিয়ে আসা করোনায় আক্রান্ত রোগী কুমিল্লায় আটক

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] করোনা আক্রান্ত ওই যুবকের নাম কার্তিক (৩৫)। তার বাড়ী লক্ষ্মীপুরের রামগঞ্জে। খবর পেয়ে নাঙ্গলকোট থানার পুলিশ তাকে আটক। বর্তমানে করোনা আক্রান্ত যুবকটি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

[৩] নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, আক্রান্ত যুবকের বাড়ী চাঁদপুরে। তবে সে লক্ষীপুরের রামগঞ্জে বসবাস করতেন। তার কর্মস্থল ছিলো কক্সবাজার। করোনা আক্রান্ত হওয়ার পর গতকাল শনিবার সকালে রামগঞ্জের বাড়ী থেকে বের হয়ে যায়। উদ্দেশ্য চট্টগ্রাম যাবে। তারপর কক্সবাজার। পরে হাটতে হাটতে ক্লান্ত হয়ে যায়। একটি ট্রাকে উঠে পড়ে। কিন্তু ট্রাকটি ছিলো কুমিল্লা পথে। ওই ট্রাকটি কুমিল্লার লাকসাম রেলক্রসিং পর্যন্ত চলে আসে।

[৪] পরে ওই যুবক আবারো রেললাইন ধরে হাটতে থাকে। উদ্দেশ্য হেটেই চট্টগ্রাম চলে যাবে। রেললাইন ধরে হাটতে হাটতে নাঙ্গলকোটে এসে পৌছায়। পরে ক্লান্ত হয়ে পরে কার্তিক সহযোগিতা পাওয়ার জন্য ফোন দেয় ৯৯৯ এ। বিষয়টি আমাকে আমাদের এসপি স্যার অবহিত করেন। এমন সংবাদে আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হই। রাতে এ্যাম্বুলেন্স নিয়ে ডাক্তার আসেন। করোনা আক্রান্ত ওই ছেলেকে নাঙ্গলকোট জোড্ডা পশ্চিম এর ৩০ শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য ভর্তি করিয়ে দেই।

[৫] কুমিল্লা পুলিশ সুপার মো: সৈয়দ নুরুল ইসলাম জানান, ফোনে ছেলেটির সাথে কথা বলেছি। সে করোনা আক্রান্ত এমন খবরে তার স্বজনরা তার সাথে ভালো করেনি। সে জন্য যুবকটি বের হয়ে যায়। পরে আমি নাঙ্গলকোট থানায় ফোন দিয়ে ওসিকে ব্যবস্থা গ্রহণ করতে বলি। পুলিশ ডাক্তারসহ সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতায় তাকে নাঙ্গলকোটের আইসোলেশনে রাখা হয়।

[৬] কুমিল্লা জেলা সিভিল সার্জন নিয়াতুজ্জামান বলেন, রোগী বর্তমানে নাঙ্গলকোটের আইসোলেমনে আছে। আমরা রোগীর বিষয়ে লক্ষ্মীপুরের সিভিল সার্জনকে জানিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়