শিরোনাম
◈ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি: বাড়ল ভোজ্য তেল ও ডিমের দাম, সবজির দামও চড়া ◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলো বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্বরা ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় নতুন করে এক নারী ও পুরুষ আইসোলেশনে

বগুড়া প্রতিনিধি : [২] শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল।

[৩] তিনি বলেন, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এক যুবক ও এক নারীকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তাদের দু’জনেরই জ্বর, কাশি ও শ্বাসকষ্ট রয়েছে।

[৪ ] হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ২৮ বছর বয়সী যে ব্যক্তিকে আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে, তার বাড়ি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকায় এবং ২৯ বছর বয়সী ওই নারীর বাড়ি শিবগঞ্জ উপজেলায়।

[৫] এদিকে রাতে ২৯ বছর বয়সী যে নারী শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি হয়েছেন, তার আগে থেকেই এজমা রয়েছে বলে জানা গেছে।

[৬] বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, ২৯ বছরের নারীর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে আইসোলেশন সেন্টারে নেওয়া হয়।

[৭] ডা. শফিক আমিন কাজল জানিয়েছেন, জ্বর-কাশি বেড়ে যাওয়ায় সদরের যুবককে আইসোলেশনে নেওয়া হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়