শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে স্বাস্থ্যকমপ্লেক্সের ২ জনের করোনা শনাক্ত

এম এ হালিম, সাভার প্রতিনিধি : [২] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা পজেটিভ চিকিৎসকের সংস্পর্শে আসা হাসপাতালটির দুই কর্মীসহ নতুন করে তিনজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে সাভার উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৪ জনে।

[৩] শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমুল হুদা মিঠু।

[৪] তিনি জানান, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের করোনা পজেটিভ চিকিৎসকের সংস্পর্শে আসা আরো দুজনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের একজন জরুরি বিভাগের ইন্টার্ন আরেকজন হাসপাতালের পিয়ন। তাদের দুজনের মধ্যে কোন উপসর্গ না থাকলেও করোনা পজেটিভ হওয়ায় তাদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। দ্রুত তাদের ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হবে।

[৫] এছাড়া এই স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় আরেক জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এই ঘটনায় ওই ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়ে পুরো এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

[৬] গত ১৪ এপ্রিল সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিসক করোনা পজেটিভ হওয়ায় হাসপাতালটির চিকিৎসক, নার্স, স্টাফসহ মোট ৪২জনের এবং আশুলিয়া থেকে করোনা উপসর্গ থাকা একজনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলে শুক্রবার দুপুরে এই ৪৩টি নমুনার মধ্যে নতুন করে ৩ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়