শিরোনাম
◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]লকডাউন উপেক্ষা করে ভারতের মুম্বাইতে হাজার হাজার অভিবাসী শ্রমিকের বিক্ষোভ

মশিউর অর্ণবঃ [২] প্রথম দফার লকডাউনের মেয়াদ শেষ হলে সরকার তাদেরকে নিজ নিজ রাজ্যে ফেরানোর জন্য ট্রেনের ব্যবস্থা করবে, এমন গুজব শুনেই শ্রমিকরা মুম্বাই স্টেশনে ভিড় করেন।

[৩] শ্রমিকরা জানিয়েছেন, এখানে থাকার ফলে খাবার না পেয়ে তাদের করুণ অবস্থা এবং বাড়ি গেলে তারা অন্তত খেয়ে বেঁচে থাকতে পারবেন।

[৪] বিজেপি নেতাদের দাবি, এসব বিক্ষোভের পেছনে কোনো মহলের উস্কানি বা ষড়যন্ত্র রয়েছে।

[৫] মহারাষ্ট্রের বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনভিস বলেন, এই বিক্ষোভ কিছুতেই স্বতঃস্ফূর্ত হতে পারে না। বিক্ষোভের ছবিগুলোতে দেখবেন শ্রমিকদের কারো সঙ্গে কোনো ব্যাগ পর্যন্ত নেই, অথচ তারা নাকি বাড়ি ফেরার জন্য বেরিয়েছেন।

[৬] বান্দ্রায় বিক্ষোভ করা শ্রমিকদের মধ্যে বেশিরভাগই মুসলিম হওয়াতে অনেকেই এর মধ্যে সাম্প্রদায়িক দৃষ্টিকোণও খুঁজে পাচ্ছেন।

[৭] অপরদিকে অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, শ্রমিকদের এখনই নিরাপদে ঘরে ফেরানোর ব্যবস্থা না করলে আরো বড় বিপর্যয় ঘটতে পারে।

[৮] মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্ট কবিতা কৃষ্ণন বলেন, শ্রমিকরা করোনাভাইরাসের সম্ভাব্য ক্যারিয়ার হলেও আমাদের মানবিক দিকটি দেখতে হবে। এরা এমন কিছু অসহায় মানুষ, যারা তাদের পরিবারের কাছে ফিরতে মরিয়া।

[৯] লকডাউনের মধ্যেও গুজরাট সরকার হরিদ্বারে আটকে পড়া তাদের রাজ্যের পর্যটকদের বিলাসবহুল বাসে করে ফিরিয়ে এনেছে।

[১০] ভারতের অ্যাক্টিভিস্টদের দাবি, করোনাভাইরাসের উপসর্গ পরীক্ষা করে এই শ্রমিকদেরও বিশেষ ট্রেন বা বাসে করে নিজ নিজ রাজ্যে ফেরানো উচিত। (সূত্রঃ আল জাজিরা, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিয়া টুডে)

  • সর্বশেষ
  • জনপ্রিয়