শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুর নগরকান্দায় করোনা ভাইরাসে দুই জন সনাক্ত

এস.এম আকাশ:[২] ফরিদপুরে করোনা ভাইরাস আক্রান্ত দুইজনের সন্ধান পাওয়া গেছে। এদের দুজনই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা।

[৩] ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফরিদপুরে আসা ব্যক্তিদের মধ্যে এই প্রথম দুজনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হলো। এ ঘটনার পর নগরকান্দা উপজেলা লক ডাউন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

[৪] করোনাভাইরাসে আক্রান্ত পজিটিভ হওয়া একজনের বয়স ৬২,তার বাড়ী ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামে। অপরজন ৪৮ বছর বয়সী তার বাড়ী আটাইল গ্রামে।

[৫] ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান জানান, ওই দুই ব্যক্তির উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আজ সোমবার বিকেলে ওই দুই ব্যক্তির প্রতিবেদন এসেছে। দু’জনের রিপোর্ট পজেটিভ অর্থাৎ করোনা আক্রান্ত এসেছে।

[৬] ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, ওই দুইজনের মধ্যে একজন ঢাকা থেকে এবং অপরজন নারায়ণগঞ্জ থেকে স¤প্রতি এসেছেন । পাঁচ থেকে ছয় দিন আগে তারা নগরকান্দায় ফিরে আসেন। তবে তারা বাড়িতে থাকতেন না।

[৭] ইউপি চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রু এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ওই দুই ব্যক্তির বাড়িতে এসে অন্যদের থেকে তাদের বিচ্ছিন্ন করে দিয়েছেন। এলাকায় আসার পর তারা কাদের সাথে মেলামেলা ও চলাফেরা করেছেন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।

[৮] ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, আমরা ওই দুই ব্যক্তির যাতায়ত সম্পর্কে তথ্য তালাশ করছি। ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত দুইজনের সন্ধান পাওয়া গেছে। এদের দুজনই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়