শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুর নগরকান্দায় করোনা ভাইরাসে দুই জন সনাক্ত

এস.এম আকাশ:[২] ফরিদপুরে করোনা ভাইরাস আক্রান্ত দুইজনের সন্ধান পাওয়া গেছে। এদের দুজনই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা।

[৩] ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফরিদপুরে আসা ব্যক্তিদের মধ্যে এই প্রথম দুজনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হলো। এ ঘটনার পর নগরকান্দা উপজেলা লক ডাউন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

[৪] করোনাভাইরাসে আক্রান্ত পজিটিভ হওয়া একজনের বয়স ৬২,তার বাড়ী ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামে। অপরজন ৪৮ বছর বয়সী তার বাড়ী আটাইল গ্রামে।

[৫] ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান জানান, ওই দুই ব্যক্তির উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আজ সোমবার বিকেলে ওই দুই ব্যক্তির প্রতিবেদন এসেছে। দু’জনের রিপোর্ট পজেটিভ অর্থাৎ করোনা আক্রান্ত এসেছে।

[৬] ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, ওই দুইজনের মধ্যে একজন ঢাকা থেকে এবং অপরজন নারায়ণগঞ্জ থেকে স¤প্রতি এসেছেন । পাঁচ থেকে ছয় দিন আগে তারা নগরকান্দায় ফিরে আসেন। তবে তারা বাড়িতে থাকতেন না।

[৭] ইউপি চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রু এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ওই দুই ব্যক্তির বাড়িতে এসে অন্যদের থেকে তাদের বিচ্ছিন্ন করে দিয়েছেন। এলাকায় আসার পর তারা কাদের সাথে মেলামেলা ও চলাফেরা করেছেন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।

[৮] ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, আমরা ওই দুই ব্যক্তির যাতায়ত সম্পর্কে তথ্য তালাশ করছি। ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত দুইজনের সন্ধান পাওয়া গেছে। এদের দুজনই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়