শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুর নগরকান্দায় করোনা ভাইরাসে দুই জন সনাক্ত

এস.এম আকাশ:[২] ফরিদপুরে করোনা ভাইরাস আক্রান্ত দুইজনের সন্ধান পাওয়া গেছে। এদের দুজনই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা।

[৩] ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফরিদপুরে আসা ব্যক্তিদের মধ্যে এই প্রথম দুজনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হলো। এ ঘটনার পর নগরকান্দা উপজেলা লক ডাউন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

[৪] করোনাভাইরাসে আক্রান্ত পজিটিভ হওয়া একজনের বয়স ৬২,তার বাড়ী ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামে। অপরজন ৪৮ বছর বয়সী তার বাড়ী আটাইল গ্রামে।

[৫] ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান জানান, ওই দুই ব্যক্তির উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আজ সোমবার বিকেলে ওই দুই ব্যক্তির প্রতিবেদন এসেছে। দু’জনের রিপোর্ট পজেটিভ অর্থাৎ করোনা আক্রান্ত এসেছে।

[৬] ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, ওই দুইজনের মধ্যে একজন ঢাকা থেকে এবং অপরজন নারায়ণগঞ্জ থেকে স¤প্রতি এসেছেন । পাঁচ থেকে ছয় দিন আগে তারা নগরকান্দায় ফিরে আসেন। তবে তারা বাড়িতে থাকতেন না।

[৭] ইউপি চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রু এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ওই দুই ব্যক্তির বাড়িতে এসে অন্যদের থেকে তাদের বিচ্ছিন্ন করে দিয়েছেন। এলাকায় আসার পর তারা কাদের সাথে মেলামেলা ও চলাফেরা করেছেন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।

[৮] ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, আমরা ওই দুই ব্যক্তির যাতায়ত সম্পর্কে তথ্য তালাশ করছি। ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত দুইজনের সন্ধান পাওয়া গেছে। এদের দুজনই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়