দীপু তৌহিদুল : করোনাভাইরাসের উপসর্গ জ্বর, কাশি, শ্বাসকষ্টÑ স্বাভাবিকভাবে করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হওয়াটা ছাড়াও শুধু এসব সাধারণ উপসর্গ নিয়ে বাংলাদেশে বহু মানুষই মারা যায়। এটা নতুন কিছু নয়। কিন্তু এখন এই সময়ে করোনা আক্রান্ত ছাড়াই স্বাভাবিকভাবে মরলেও পাপ কর্ম হবে, কারণ এই মৃত্যুকে সাধারণ মানুষ মোটেও গ্রহণ করছেন না। এই সাধারণ মানুষরাই করোনা আক্রান্তদের এলাকায় থাকা দুষ্কর করে তুলেছে, করোনায় চিকিৎসা দিলে হাসপাতাল ঘেরাও করছে, করোনায় মারা গেলে লাশ দাফনেও বাধা দেওয়া হচ্ছে, করোনা রোগে চিকিৎসায় হাসপাতাল স্থাপনেও বাধা দিতে ছাড়েনি। তাদের চরম বর্বর অমানবিক আচরণগুলোতেই মনে হচ্ছে করোনাভাইরাস আক্রান্তরা পাপী এবং অচ্ছুৎ মানুষ। প্রশ্ন কী কারণে আর কাদের প্রচেষ্টায় বাংলদেশের মানুষরা এমন বর্বর অসভ্য আচরণটা করছে? নিশ্চয়ই কোনো না কোনো মহলের চেষ্টায় এই অবস্থা তৈরি হয়েছে। সরকারের উচিত খুব দ্রুত এসবের কারণগুলো তদন্ত করে বের করে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা। না হলে পরিস্থিতিটা আরও নোংরা হবে। পাশাপাশি যারা করোনাভাইরাস নিয়ে গুজব রটাচ্ছে তাদের ধরে নিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবায় লাগিয়ে দেওয়া। আল্লাহর কাছে কায়মনে প্রার্থনা করুন করোনার এই সময়টায় যাতে স্বাভাবিক মউতটাকে তিনি স্থগিত রাখেন। কারণ এ সময় স্বাভাবিকভাবে মরলেও বিপদে পড়তে হবে। ফেসবুক থেকে