শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবিলায় দাতব্য সংস্থাকে এক কোটি টাকা দিলেন তামিম ইকবাল

এল আর বাদল : [২] করোনা ভাইরাসের কারণে দেশ এখন অঘোষিত লকডাউনে। ফলে অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ায় তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। তাদের সাহায্যে এগিয়ে আসলেন ক্রিকেটার তামিম ইকবাল খান। নিম্মআয়ের মানুষদের জন্য তিনি দিয়েছেন এক কোটি টাকা। টাকার পরিমাণটা নিজে থেকেই গোপন রেখেছেন। বহুবার সেল ফোনে তার সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

[৩] তামিম ইকবালের ঘনিষ্ঠজন এবং বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অনেক দিন ধরেই তামিম ভাবছিলেন, এই দুর্যোগপূর্ণ মুহুর্তে নিম্মআয়ের মানুষের জন্য তার কিছু একটা করা উচিত। সেই ভাবনা থেকেই তিনি ১ কোটি টাকা দান করেছেন একটি দাতব্য স্স্থংায়।

[৪] এ ব্যাপারে দাতব্য সংস্থা ‘ফুটস্টেপস’ বলেছে, বিশাল অংকের দানই করেছেন ওপেনার তামিম। তবে যেহেতু গোপন দান, টাকার অংক জানানো সম্ভব নয়। জাতীয় দলের ওপেনারের এমন মহৎ কাজে ধন্যবাদ জানিয়ে তারা বলেছে, আমাদের কোভিড-১৯ পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে খাদ্য সরবরাহের জন্য ব্যাপক অনুদান দেয়ায় বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালকে ধন্যবাদ জানাতে চাই।

[৫] সমাজের বিত্তশালীদের মধ্যে অনেকে এগিয়ে আসছেন এই দুঃসময়ে। ক্রিকেটাররাও দলগত এবং ব্যক্তিগত উদ্যোগে বিপদগ্রস্থ মানুষদের সাহায্য সহযোগিতা করছেন।

[৬] কয়েকদিন আগে বেতনের অর্ধেক করোনা তহবিলে দেন জাতীয় দলের ২৭ ক্রিকেটার। এবার কাউকে কিছু না জানিয়ে গোপনেই বড় অংকের অর্থ দান করলেন তামিম। ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার ৫ হাজার মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়