শিরোনাম
◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা ◈ শোকবইয়ে স্বাক্ষর কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের, সবার আগে চীনের রাষ্ট্রদূত ◈ খালেদা জিয়ার আমলের অর্থনৈতিক সংস্কার: যেসব কারণে স্মরণীয় হয়ে থাকবেন তিনি ◈ দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ প্রভাবে পুরুষের চেয়ে নারীরা চাকরি হারাচ্ছে বেশি

প্রিয়াংকা আচার্য্য : [২] এর আগে বিভিন্ন সময়ে হওয়া বৈশ্বিক মন্দায় নারীর তুলনায় পুরুষ বেশি চাকরি হারিয়েছে। এমন অবস্থাকে বিশেষজ্ঞরা বলেন 'ম্যানসেশন'।

[৩] এবারের মন্দায় বিপরীত ঘটনা দেখা যাচ্ছে। আনুপাতিক হারে নারীদের চাকরি হারানোর পরিমান বেশি। বিশেষজ্ঞরা এ ধরনের পরিস্থিতির নাম দিয়েছেন 'শি-সেশন' বা 'ফেমসেশন'।

[৪] এদিকে যুক্তরাষ্ট্রে কালো নারীরা চাকরি তুলনামূলকভাবে বেশি হারিয়েছেন বলে সাম্প্রতিক তথ্য-উপাত্তে জানা গেছে।

[৫] দেশটিতে গত কয়েক সপ্তাহে প্রায় অর্ধকোটি লোক চাকরি হারিয়েছে। ফুলার প্রোজেক্টের এক জরিপে এমনটাই উঠে এসেছে।

[৬] প্রোজেক্টের সিইও জ্যান্থি শার্ফ জানান, এটা সাধারণ কোনও সঙ্কট না। এ ধরনের অবস্থা এর আগে কখনও আসেনি।

[৭] ইন্সটিটিউট ফর উইমেন্স পলিসি রিসার্চের প্রেসিডেন্ট নিকোল ম্যাসন জানান, ২০০৮ এর মন্দায় উৎপাদন বন্ধ হয়ে গেছিল। আর কলকারখানায় পুরুষরাই কাজ করায় তারাই বেশি চাকরি হারিয়েছে।

[৮] আর এবার মন্দা দেখা দিয়েছে পরিষেবা খাতে। বাসা বাড়িতে গভর্নেস, রেস্টুরেন্ট কর্মী, হোটেল হাউজকিপার ইত্যাদিতে নারীরাই বেশি কাজ করে। কোভিড-১৯ এর ফলে এসব বন্ধ থাকায় বেকার হচ্ছেন নারীরা।

[৯] আরও একটি বিষয় হচ্ছে, কলকারখানায় কাজ করার ফলে পুরুষ কর্মীরা অধিকাংশই ইউনিয়নের মাধ্যমে সবেতনে বা অগ্রিম বেতনে এই সঙ্কট এড়াতে ছুটিতে আছে। কিন্তু পরিষেবামূলক কাজে এ ধরনের সুযোগ না থাকায় নারীরা অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার বেশি হচ্ছে।
সূত্র : হাফপোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়