শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ প্রভাবে পুরুষের চেয়ে নারীরা চাকরি হারাচ্ছে বেশি

প্রিয়াংকা আচার্য্য : [২] এর আগে বিভিন্ন সময়ে হওয়া বৈশ্বিক মন্দায় নারীর তুলনায় পুরুষ বেশি চাকরি হারিয়েছে। এমন অবস্থাকে বিশেষজ্ঞরা বলেন 'ম্যানসেশন'।

[৩] এবারের মন্দায় বিপরীত ঘটনা দেখা যাচ্ছে। আনুপাতিক হারে নারীদের চাকরি হারানোর পরিমান বেশি। বিশেষজ্ঞরা এ ধরনের পরিস্থিতির নাম দিয়েছেন 'শি-সেশন' বা 'ফেমসেশন'।

[৪] এদিকে যুক্তরাষ্ট্রে কালো নারীরা চাকরি তুলনামূলকভাবে বেশি হারিয়েছেন বলে সাম্প্রতিক তথ্য-উপাত্তে জানা গেছে।

[৫] দেশটিতে গত কয়েক সপ্তাহে প্রায় অর্ধকোটি লোক চাকরি হারিয়েছে। ফুলার প্রোজেক্টের এক জরিপে এমনটাই উঠে এসেছে।

[৬] প্রোজেক্টের সিইও জ্যান্থি শার্ফ জানান, এটা সাধারণ কোনও সঙ্কট না। এ ধরনের অবস্থা এর আগে কখনও আসেনি।

[৭] ইন্সটিটিউট ফর উইমেন্স পলিসি রিসার্চের প্রেসিডেন্ট নিকোল ম্যাসন জানান, ২০০৮ এর মন্দায় উৎপাদন বন্ধ হয়ে গেছিল। আর কলকারখানায় পুরুষরাই কাজ করায় তারাই বেশি চাকরি হারিয়েছে।

[৮] আর এবার মন্দা দেখা দিয়েছে পরিষেবা খাতে। বাসা বাড়িতে গভর্নেস, রেস্টুরেন্ট কর্মী, হোটেল হাউজকিপার ইত্যাদিতে নারীরাই বেশি কাজ করে। কোভিড-১৯ এর ফলে এসব বন্ধ থাকায় বেকার হচ্ছেন নারীরা।

[৯] আরও একটি বিষয় হচ্ছে, কলকারখানায় কাজ করার ফলে পুরুষ কর্মীরা অধিকাংশই ইউনিয়নের মাধ্যমে সবেতনে বা অগ্রিম বেতনে এই সঙ্কট এড়াতে ছুটিতে আছে। কিন্তু পরিষেবামূলক কাজে এ ধরনের সুযোগ না থাকায় নারীরা অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার বেশি হচ্ছে।
সূত্র : হাফপোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়