শিরোনাম
◈ লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, নগদ ও ব্যাংকে আছে ২০ কোটি টাকা ◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়েমেনের যুদ্ধ সৌদি যুবরাজের জন্য লজ্জাজনক হয়ে উঠেছে বললেন মার্কিন বিশ্লেষক ব্রায়ান ডাউনিং

রাশিদ রিয়াজ : [২] ইয়েমেনের যুদ্ধ সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান জন্য লজ্জাজনক হয়ে উঠেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা বিশ্লেষক ব্রায়ান ডাউনিং। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভির বিতর্ক অনুষ্ঠান দ্যা ডিবেটে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ায় আধিপত্য বিস্তারের আশা নিয়ে আরবের দরিদ্র এ দেশটির বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছিল সৌদি আরব। কিন্তু তা রুখে দিয়েছে হুথি যোদ্ধারা।

[৩] তিনি বলেন, সৌদিরা অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায়, তারা গোটা অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে চায়, তারা চায় কেবল দক্ষিণ নয় বরং উত্তরের মতো সমগ্র ইয়েমেন সৌদির অনুগত প্রদেশে পরিণত হোক। বিন সালমান সিরিয়ায় ব্যর্থ হয়েছেন এবং ইরাকে যা চলছে তাতেও তিনি ব্যর্থ হয়েছেন। এদিকে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি নেতৃত্বাধীন কয়েক ডজন সেনা এবং তাদের ভাড়াটে সেনা নিহত হয়েছে। রিয়াদ যা চেয়েছিল তা বাস্তবায়িত করতে করতে পারে নি। আর সম্ভবত মোহাম্মদ বিন সালমানের জন্য ইয়েমেন এখন লজ্জাজনক বিষয় হয়ে উঠেছে।

[৪] ইয়েমেনের সাবেক প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনা এবং দেশটির জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনকে ধ্বংসের লক্ষ্যে ২০১৫ সালের ২৬ মার্চ ইয়েমেনের বিরুদ্ধে একতরফা ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে সৌদি আরব এবং তার নেতৃত্বাধীন কয়েকটি আঞ্চলিক মিত্র দেশ। কিন্তু গত পাঁচ বছরের বেশি সময়ে ধরে চলমান এ যুদ্ধে এখনও সৌদি লক্ষ্য অর্জন তো হয় নি বরং ইয়েমেনের প্রতিরোধের মুখে সম্মান নিয়ে পিছিয়ে আসার পথ খুঁজছে রিয়াদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়