মাসুদ আলম : [২] যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। করোনা ভাইরাস পরিস্থিতির এই সংকটকালীন সময়ে মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত হওয়ায় বাসাবাড়িতেই ইবাদতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
[৩] বৃহস্পতিবার রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ঘরোয়া মিলাদ ও মাহফিলসহ বিভিন্ন ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন। একইসাথে দেশ ও দেশের জনগনের কল্যানে তারা দোয়া করেছেন।
[৪]এ প্রসঙ্গে রাজধানীর খিলক্ষেতের বাসিন্দা বশির উদ্দিন বলেন, করোনা পরিস্থিতিতে মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত হওয়ায় বাসাই শবে বরাতের নামাজ পড়তে হয়েছে। এমন চিত্র বাংলাদেশে আর এখনো দেখা যায়নি। পাশাপাশি করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
[৫] গত বুধবার ঘরেই শবে বরাতের ইবাদত করতে সবাইকে আহবান জানান ইসলামী ফাউন্ডেশন।