শিরোনাম
◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে মশার উপদ্রব কমাতে বিভিন্ন জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে, বললেন মেয়র আ জ ম নাছির উদ্দিন

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি ম: [২] মশক নিধনে চট্টগ্রামে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

[৩] বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরের বহদ্দারহাট এলাকায় মশক নিধন কার্যক্রম তদারকি করতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বহদ্দারহাট থেকে চকবাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পথ নিজে মশার ওষুধ ছিটান তিনি। চাক্তাই খালে খালে ময়লা আবর্জনার স্তুপ দেখে ক্ষোভ প্রকাশ করেন মেয়র।

[৪] এসময় সিটি মেয়র বলেন, নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করানোর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে নতুন ইকুয়েপমেন্ট, মশা নিধনের ওষুধ কিনেছি। প্রত্যেকটি ওয়ার্ডে এ ওষুধ ছিটানো হচ্ছে। জলাবদ্ধতা প্রকল্পের কারণে বিভিন্ন খালে পানি জমে আছে উল্লেখ করে মেয়র নাছির বলেন, আমি বারবার প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছি।

[৫] পানি জমে থাকার কারণে মশার উপদ্রব বেড়ে যাবে। তারা বলেছেন, পানি স্বাভাবিকভাবে চলাচলের ব্যবস্থা করবেন। কিন্তু করোনা পরিস্থিতিতে তাদের সব কাজ বন্ধ। ফলে তারা সেটি করতে পারেনি। কিন্তু পানি বন্ধ রেখে মশা নিয়ন্ত্রণ খুব কষ্টসাধ্য বিষয়। মেয়র আরো বলেন, আমি সেনাবাহিনীর সঙ্গে কথা বলে পানি জমে থাকার বিষয়টি কি করা যায় সেটি ঠিক করবো। কারণ বসে থাকা যাবে না।

[৬] মানুষকে স্বস্তি দিতে হবে। জনগণকে শান্তিতে এবং নিরাপদে রাখার জন্য যা যা করার সব করবো। এ সময় মেয়রের একান্ত সচিব মো. হাশেম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাকসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়