শিরোনাম
◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: পে-স্কেলের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, কোন গ্রেডে কত? ◈ বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সুখবর! ◈ নোট অব ডিসেন্ট না রেখে অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন আহমদ ◈ কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, জরুরি অবতরণেও নিষেধাজ্ঞা জারি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের ১০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠিত  ◈ সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ ◈ বিএনপির অবস্থান পরিবর্তন হয়নি, গণভোট ও নির্বাচন হতে হবে একই দিনে: আমীর খসরু

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে মশার উপদ্রব কমাতে বিভিন্ন জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে, বললেন মেয়র আ জ ম নাছির উদ্দিন

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি ম: [২] মশক নিধনে চট্টগ্রামে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

[৩] বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরের বহদ্দারহাট এলাকায় মশক নিধন কার্যক্রম তদারকি করতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বহদ্দারহাট থেকে চকবাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পথ নিজে মশার ওষুধ ছিটান তিনি। চাক্তাই খালে খালে ময়লা আবর্জনার স্তুপ দেখে ক্ষোভ প্রকাশ করেন মেয়র।

[৪] এসময় সিটি মেয়র বলেন, নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করানোর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে নতুন ইকুয়েপমেন্ট, মশা নিধনের ওষুধ কিনেছি। প্রত্যেকটি ওয়ার্ডে এ ওষুধ ছিটানো হচ্ছে। জলাবদ্ধতা প্রকল্পের কারণে বিভিন্ন খালে পানি জমে আছে উল্লেখ করে মেয়র নাছির বলেন, আমি বারবার প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছি।

[৫] পানি জমে থাকার কারণে মশার উপদ্রব বেড়ে যাবে। তারা বলেছেন, পানি স্বাভাবিকভাবে চলাচলের ব্যবস্থা করবেন। কিন্তু করোনা পরিস্থিতিতে তাদের সব কাজ বন্ধ। ফলে তারা সেটি করতে পারেনি। কিন্তু পানি বন্ধ রেখে মশা নিয়ন্ত্রণ খুব কষ্টসাধ্য বিষয়। মেয়র আরো বলেন, আমি সেনাবাহিনীর সঙ্গে কথা বলে পানি জমে থাকার বিষয়টি কি করা যায় সেটি ঠিক করবো। কারণ বসে থাকা যাবে না।

[৬] মানুষকে স্বস্তি দিতে হবে। জনগণকে শান্তিতে এবং নিরাপদে রাখার জন্য যা যা করার সব করবো। এ সময় মেয়রের একান্ত সচিব মো. হাশেম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাকসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়