শিরোনাম
◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর ◈ জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা প্রশ্নে রুল ◈ দুর্নীতি মামলায় সাজা: রায় নিয়ে যা বললেন টিউলিপ সিদ্দিক ◈ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আদালতে সাজা: বাংলাদেশে প্রভাব এবং ভবিষ্যৎ রাজনীতি ◈ ক্ষমতায় না থেকেও ক্ষমতার দাপট দেখাচ্ছেন অনেকে: শফিকুর রহমান (ভিডিও) ◈ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনীতিতে নানা আলোচনা ◈ চকবাজারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ◈ ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন দিলো একনেক

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে মশার উপদ্রব কমাতে বিভিন্ন জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে, বললেন মেয়র আ জ ম নাছির উদ্দিন

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি ম: [২] মশক নিধনে চট্টগ্রামে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

[৩] বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরের বহদ্দারহাট এলাকায় মশক নিধন কার্যক্রম তদারকি করতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বহদ্দারহাট থেকে চকবাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পথ নিজে মশার ওষুধ ছিটান তিনি। চাক্তাই খালে খালে ময়লা আবর্জনার স্তুপ দেখে ক্ষোভ প্রকাশ করেন মেয়র।

[৪] এসময় সিটি মেয়র বলেন, নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করানোর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে নতুন ইকুয়েপমেন্ট, মশা নিধনের ওষুধ কিনেছি। প্রত্যেকটি ওয়ার্ডে এ ওষুধ ছিটানো হচ্ছে। জলাবদ্ধতা প্রকল্পের কারণে বিভিন্ন খালে পানি জমে আছে উল্লেখ করে মেয়র নাছির বলেন, আমি বারবার প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছি।

[৫] পানি জমে থাকার কারণে মশার উপদ্রব বেড়ে যাবে। তারা বলেছেন, পানি স্বাভাবিকভাবে চলাচলের ব্যবস্থা করবেন। কিন্তু করোনা পরিস্থিতিতে তাদের সব কাজ বন্ধ। ফলে তারা সেটি করতে পারেনি। কিন্তু পানি বন্ধ রেখে মশা নিয়ন্ত্রণ খুব কষ্টসাধ্য বিষয়। মেয়র আরো বলেন, আমি সেনাবাহিনীর সঙ্গে কথা বলে পানি জমে থাকার বিষয়টি কি করা যায় সেটি ঠিক করবো। কারণ বসে থাকা যাবে না।

[৬] মানুষকে স্বস্তি দিতে হবে। জনগণকে শান্তিতে এবং নিরাপদে রাখার জন্য যা যা করার সব করবো। এ সময় মেয়রের একান্ত সচিব মো. হাশেম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাকসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়