শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] প্রধানমন্ত্রীর ৩১দফা নির্দেশনা সকলকে মেনে চলতে বলেছেন ড. শিরিন শারমিন

মনিরুল ইসলাম : [৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা সকলকে মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার বলেছেন, সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে বাড়িতে থাকতে হবে।

[৪] বুধবার স্পিকারের নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। এক ভিডিও বার্তার মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন। উদ্ভূত করোনা পরিস্থিতি মোকাবেলায় স্পিকারের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছাসেবকরা প্রত্যেক পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, একটি সাবান ও একটি মাস্ক পৌছে দিচ্ছেন।

[৫] এ সময় স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে কৃষি শ্রমিক, দিনমজুর, রিক্সা ও ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, স্বামী পরিত্যাক্ত বা বিধবা নারী এবং হিজড়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখার নির্দেশনা দিয়েছেন। তাদেরকে ত্রাণ সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান স্পিকার।

[৬] বুধবার প্রথম পর্যায়ে উপজেলার ১নং চৈত্রকোল, ২নং ভেন্ডাবাড়ী, ৪নং কুমেদপুর, ৬নং টুকুরিয়া, ৭নং বড় আলমপুর, ৮নং রায়পুর ও ১১নং পাঁচগাছী সর্বমোট ৭টি ইউনিয়নের ৩৫০টি পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে উপজেলার অবশিষ্ট ৮টি ইউনিয়ন ও পৌরসভায় ৪৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়