স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] জেলার স্থানীয় প্রশাসনের কঠোর পদক্ষেপে শহর এলাকায় লোকজন আইন মেনে চলছে। তবে গ্রামের বাজার ও দোকান গুলোতে কিছু উৎসুক মানুষের ভিড় লেগে থাকে।
[৩] বিশেষ করে সন্ধ্যার পর গ্রামের দোকানে লোকজনের আড্ডায় জমে ওঠেন। এমতাবস্থায় উপজেলার বিভিন্ন গ্রামের সচেতন লোকজন এগিয়ে এসেছেন। নিজেদের সুরক্ষার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে গ্রামকে লকডাউন ঘোষণা করেন।
[৪] সোমবার বিকেলে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের বাসিন্দারা গ্রামকে লকডাউন করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিশেষ প্রয়োজন ছাড়া গ্রামে প্রবেশ ও বাহির নিষিদ্ধ করেছেন।
[৫] সেই সাথে গ্রামের প্রবেশপথ বন্ধ করে বসানো হয় পাহারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুুকে এ খবর প্রচার হলে উপজেলার অন্যান্য গ্রামের লোকজন এধরনের পদক্ষেপ গ্রহন করেছেন।
[৬] সোমবার রাতেই একের পর এক পশ্চিম বড়ধামাই, বাছিরপুর, পাতিলাসাঙ্গন, মাধবটিলা, সমাই বাজার, জাঙ্গালিয়া, দ্বহপাড়া ও পূর্বগোয়ালবাড়ী গ্রামকে নিজেরা লকডাউন ঘোষণা করেন।
[৭] করোনাভাইরাস এখন সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এ ভাইরাসের কোন প্রতিষেধক আবিস্কার হয়নি। সামাজিক দুরত্ব বজায় রাখতে পারলেই এ ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া যাবে। আর এ ভাইরাস থেকে রক্ষা পেতেই সচেতন লোকজন স্বেচ্ছায় নিজেদের এলাকাকে রক্ষায় লকডাউন করে দিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ