শিরোনাম
◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ নির্বাচনে জাপা ও এনডিএফ প্রার্থীদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিইউ চালানোর জন্য টেকনিশিয়ান তৈরিতে খুব দ্রুতই ট্রেনিং সেশন পরিচালনা করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম: [২] সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল ডা. মো আমিনুল হাসান বলেন, এই মুহুর্তে করোনা রোগিদের জন্য নির্ধারিত হাসপাতাল গুলোতে ৭০টি আইসিইউ রয়েছে। ঢাকার বাইরে নতুন আরো ৭০টি আইসিইউ তৈরি করা হবে।

[৩] ডা. মো আমিনুল হাসান বলেন, আইসিইউ পরিচালনার জন্য টেকনিশিয়ান এই মুহুর্তে যা রয়েছে তাতে চলবে। তবে আরো টেকনিশিয়ান তৈরি লক্ষে ট্রেনিং কার্যক্রম হাতে নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে। ইতমধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে।

[৪] ডা. মো আমিনুল বলেন, নার্স, ওয়ার্ড বয় ও ক্লিনারও রয়েছে যথেষ্ট পরিমান। করোনা রোগিদের সেবা দেয়া চিকিৎসকদের নিরাপত্তায় যেমন কার্যক্রম নেয়া হয়েছে। ঠিক তেমনি নার্স, ওয়ার্ড বয় ও ক্লিনারদের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইসিইউতে যেসব নার্স, ওয়ার্ডবয় ও ক্লিনার নতুন করে কাজ করবেন তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল বলেন, প্রয়োজন হলে ছোট হাসপাতালের আইসিইউতে কাজ করছেন এমন টেকনিশিয়ান, নার্স, ওয়ার্ডবয় ও ক্লিনারদের নিয়ে আসা হবে। এদের করোনা রোগিদের সেবায় ব্যবহার করা হবে। এমনকি অবসরে যাওয়াদেরও প্রয়োজনে নিয়ে আসা হবে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল বলেন, এই মুহুর্তে হাতে রয়েছে ৫’শ ভ্যান্টিলেটর। তবে এগুলো সব করোনা রোগির জন্য ব্যবহার হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়