শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিইউ চালানোর জন্য টেকনিশিয়ান তৈরিতে খুব দ্রুতই ট্রেনিং সেশন পরিচালনা করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম: [২] সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল ডা. মো আমিনুল হাসান বলেন, এই মুহুর্তে করোনা রোগিদের জন্য নির্ধারিত হাসপাতাল গুলোতে ৭০টি আইসিইউ রয়েছে। ঢাকার বাইরে নতুন আরো ৭০টি আইসিইউ তৈরি করা হবে।

[৩] ডা. মো আমিনুল হাসান বলেন, আইসিইউ পরিচালনার জন্য টেকনিশিয়ান এই মুহুর্তে যা রয়েছে তাতে চলবে। তবে আরো টেকনিশিয়ান তৈরি লক্ষে ট্রেনিং কার্যক্রম হাতে নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে। ইতমধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে।

[৪] ডা. মো আমিনুল বলেন, নার্স, ওয়ার্ড বয় ও ক্লিনারও রয়েছে যথেষ্ট পরিমান। করোনা রোগিদের সেবা দেয়া চিকিৎসকদের নিরাপত্তায় যেমন কার্যক্রম নেয়া হয়েছে। ঠিক তেমনি নার্স, ওয়ার্ড বয় ও ক্লিনারদের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইসিইউতে যেসব নার্স, ওয়ার্ডবয় ও ক্লিনার নতুন করে কাজ করবেন তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল বলেন, প্রয়োজন হলে ছোট হাসপাতালের আইসিইউতে কাজ করছেন এমন টেকনিশিয়ান, নার্স, ওয়ার্ডবয় ও ক্লিনারদের নিয়ে আসা হবে। এদের করোনা রোগিদের সেবায় ব্যবহার করা হবে। এমনকি অবসরে যাওয়াদেরও প্রয়োজনে নিয়ে আসা হবে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল বলেন, এই মুহুর্তে হাতে রয়েছে ৫’শ ভ্যান্টিলেটর। তবে এগুলো সব করোনা রোগির জন্য ব্যবহার হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়