শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিইউ চালানোর জন্য টেকনিশিয়ান তৈরিতে খুব দ্রুতই ট্রেনিং সেশন পরিচালনা করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম: [২] সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল ডা. মো আমিনুল হাসান বলেন, এই মুহুর্তে করোনা রোগিদের জন্য নির্ধারিত হাসপাতাল গুলোতে ৭০টি আইসিইউ রয়েছে। ঢাকার বাইরে নতুন আরো ৭০টি আইসিইউ তৈরি করা হবে।

[৩] ডা. মো আমিনুল হাসান বলেন, আইসিইউ পরিচালনার জন্য টেকনিশিয়ান এই মুহুর্তে যা রয়েছে তাতে চলবে। তবে আরো টেকনিশিয়ান তৈরি লক্ষে ট্রেনিং কার্যক্রম হাতে নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে। ইতমধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে।

[৪] ডা. মো আমিনুল বলেন, নার্স, ওয়ার্ড বয় ও ক্লিনারও রয়েছে যথেষ্ট পরিমান। করোনা রোগিদের সেবা দেয়া চিকিৎসকদের নিরাপত্তায় যেমন কার্যক্রম নেয়া হয়েছে। ঠিক তেমনি নার্স, ওয়ার্ড বয় ও ক্লিনারদের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইসিইউতে যেসব নার্স, ওয়ার্ডবয় ও ক্লিনার নতুন করে কাজ করবেন তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল বলেন, প্রয়োজন হলে ছোট হাসপাতালের আইসিইউতে কাজ করছেন এমন টেকনিশিয়ান, নার্স, ওয়ার্ডবয় ও ক্লিনারদের নিয়ে আসা হবে। এদের করোনা রোগিদের সেবায় ব্যবহার করা হবে। এমনকি অবসরে যাওয়াদেরও প্রয়োজনে নিয়ে আসা হবে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল বলেন, এই মুহুর্তে হাতে রয়েছে ৫’শ ভ্যান্টিলেটর। তবে এগুলো সব করোনা রোগির জন্য ব্যবহার হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়