শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিইউ চালানোর জন্য টেকনিশিয়ান তৈরিতে খুব দ্রুতই ট্রেনিং সেশন পরিচালনা করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম: [২] সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল ডা. মো আমিনুল হাসান বলেন, এই মুহুর্তে করোনা রোগিদের জন্য নির্ধারিত হাসপাতাল গুলোতে ৭০টি আইসিইউ রয়েছে। ঢাকার বাইরে নতুন আরো ৭০টি আইসিইউ তৈরি করা হবে।

[৩] ডা. মো আমিনুল হাসান বলেন, আইসিইউ পরিচালনার জন্য টেকনিশিয়ান এই মুহুর্তে যা রয়েছে তাতে চলবে। তবে আরো টেকনিশিয়ান তৈরি লক্ষে ট্রেনিং কার্যক্রম হাতে নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে। ইতমধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে।

[৪] ডা. মো আমিনুল বলেন, নার্স, ওয়ার্ড বয় ও ক্লিনারও রয়েছে যথেষ্ট পরিমান। করোনা রোগিদের সেবা দেয়া চিকিৎসকদের নিরাপত্তায় যেমন কার্যক্রম নেয়া হয়েছে। ঠিক তেমনি নার্স, ওয়ার্ড বয় ও ক্লিনারদের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইসিইউতে যেসব নার্স, ওয়ার্ডবয় ও ক্লিনার নতুন করে কাজ করবেন তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল বলেন, প্রয়োজন হলে ছোট হাসপাতালের আইসিইউতে কাজ করছেন এমন টেকনিশিয়ান, নার্স, ওয়ার্ডবয় ও ক্লিনারদের নিয়ে আসা হবে। এদের করোনা রোগিদের সেবায় ব্যবহার করা হবে। এমনকি অবসরে যাওয়াদেরও প্রয়োজনে নিয়ে আসা হবে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল বলেন, এই মুহুর্তে হাতে রয়েছে ৫’শ ভ্যান্টিলেটর। তবে এগুলো সব করোনা রোগির জন্য ব্যবহার হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়