শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিইউ চালানোর জন্য টেকনিশিয়ান তৈরিতে খুব দ্রুতই ট্রেনিং সেশন পরিচালনা করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম: [২] সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল ডা. মো আমিনুল হাসান বলেন, এই মুহুর্তে করোনা রোগিদের জন্য নির্ধারিত হাসপাতাল গুলোতে ৭০টি আইসিইউ রয়েছে। ঢাকার বাইরে নতুন আরো ৭০টি আইসিইউ তৈরি করা হবে।

[৩] ডা. মো আমিনুল হাসান বলেন, আইসিইউ পরিচালনার জন্য টেকনিশিয়ান এই মুহুর্তে যা রয়েছে তাতে চলবে। তবে আরো টেকনিশিয়ান তৈরি লক্ষে ট্রেনিং কার্যক্রম হাতে নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে। ইতমধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে।

[৪] ডা. মো আমিনুল বলেন, নার্স, ওয়ার্ড বয় ও ক্লিনারও রয়েছে যথেষ্ট পরিমান। করোনা রোগিদের সেবা দেয়া চিকিৎসকদের নিরাপত্তায় যেমন কার্যক্রম নেয়া হয়েছে। ঠিক তেমনি নার্স, ওয়ার্ড বয় ও ক্লিনারদের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইসিইউতে যেসব নার্স, ওয়ার্ডবয় ও ক্লিনার নতুন করে কাজ করবেন তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল বলেন, প্রয়োজন হলে ছোট হাসপাতালের আইসিইউতে কাজ করছেন এমন টেকনিশিয়ান, নার্স, ওয়ার্ডবয় ও ক্লিনারদের নিয়ে আসা হবে। এদের করোনা রোগিদের সেবায় ব্যবহার করা হবে। এমনকি অবসরে যাওয়াদেরও প্রয়োজনে নিয়ে আসা হবে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টার হাসপাতাল বলেন, এই মুহুর্তে হাতে রয়েছে ৫’শ ভ্যান্টিলেটর। তবে এগুলো সব করোনা রোগির জন্য ব্যবহার হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়