কূটনৈতিক প্রতিবেদক : [২] পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, সরকারের আন্তরিক প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বিশেষ ফ্লাইটসহ এখন পর্যন্ত ৬টি বিশেষ ফ্লাইটে নয় শতাধিক বিদেশি নাগরিক নিজ নিজ দেশে ফিরে গেছেন।
[৩] এদের অধিকাংশই নিয়মিত যাত্রী, যারা বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির আগে বাংলাদেশে এসেছিলেন এবং নিয়মিত ফ্লাইট বন্ধের কারণে আটকা পড়েন।
[৪] বিদেশিরা তাদের দূতাবাসগুলোর সঙ্গে নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে যোগাযোগের পর বাংলাদেশ সরকারের সহযোগিতায় ভাড়া করা বিমানের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে।
[৫] যুক্তরাষ্ট্রগামী অধিকাংশ যাত্রীই বাংলাদেশি বংশোদ্ভূত সেদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা।
[৬] এছাড়া জাপান ও রাশিয়ার নাগরিকেরাও বাংলাদেশ ত্যাগ করেছেন।
[৭] পরিস্থিতি স্বভাবিক হলে তাদের সবাই বাংলাদেশে ফিরে আবার কাজে যোগ দেবেন। অনুলিখন : তরিকুল ইসলাম/ সম্পাদনা : তিমির চক্রবর্ত্তী