শিরোনাম
◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ◈ হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, শুটার পালানোয় নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তারে গুরুত্ব দিচ্ছে পুলিশ ◈ আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি ◈ আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ◈ হাসনাত কি সরকারের অংশ? ভারতের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন (ভিডিও) ◈ মুস্তাফিজকে আইপিএলের মাঝপথে ‌দে‌শে ফিরতে হবে, খেল‌বেন নিউ‌জিল‌্যান্ড সি‌রিজ ◈ বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল ভারত ◈ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা ◈ পুরান ঢাকায় ভয়াবহ আগুন ◈ বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াটসঅ্যাপে তাবলিগ কর্মীদের ঘরে ফিরে যেতে বলল দুই গ্রুপ

রাশিদ রিয়াজ :[২] সারাদেশে বিভিন্ন মসজিদে দাওয়াতের কাজে থাকা তাবলিগের কর্মীদের নিজ নিজ বাড়িতে ফিরে যেতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশে তাবলিগ জামাতের দুই অংশের নেতারা। মাওলানা সাদ ও তার বিরোধী মাওলানা জুবায়ের অর্থাৎ দুই পক্ষই তাদের সাথীদের নিজ নিজ এলাকায় অবস্থানের আহবান জানিয়ে হোয়াটসঅ্যাপে অডিও বার্তা পাঠাচ্ছেন।

[৩] মাওলানা সাদবিরোধী অংশের আমির মাওলানা জোবায়ের এক অডিও বার্তায় তাবলিগ কর্মীদের বলেন, ‘এখন যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে ওলামাদের অনুসরণ করা চাই। আর যেসব পদক্ষেপ সরকার নিচ্ছে, সেগুলো যতক্ষণ শরিয়তের সীমার ভেতরে আছে, আমরা এটা অনুসরণ করবো। এমন কোনও পদক্ষেপ সরকার নেয়নি, যা ইসলামবিরোধী। ওলামায় কেরামও বলছেন মসজিদে ফরজ নামাজ পড়ে সুন্নত ও নফল বাসায় গিয়ে পড়তে। সেই হিসেবে আমরা আমাদের দেশে মসজিদে আমল আপাতত বন্ধ রাখতে বলছি। জামাতগুলোকে বাড়িতে ফিরে যেতে বলছি। আবার পরিস্থিতি ঠিক হলে সবাই সময় দেবে।’

[৪] করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মধ্যে দাওয়াতি কাজে ব্যস্ত থাকালে তাদের মাধ্যমে বা তারা যেসব মানুষের সংস্পর্শে আসছেন তাদের কাছ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন, ভারতে একই ধরনের ঘটনা ঘটনায় বিষয়টি বিবেচনা করে এধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাবলিগ জামাতের বড় মুরব্বীদের করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে তাবলিগ জামাতের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছে।

[৫] রোববার রাতে বিষয়টি জানার পর দেশের বিভিন্ন স্থানে তাবলিগ কর্মীদের বিষয়টি মোবাইল ফোনেও জানান অনেক মুরুব্বী। এছাড়া করোনাভাইরাসের কারণে গত সপ্তাহ থেকে নিজ নিজ এলাকায় আপাতত তাবলিগ অনুসারিরা ফিরতে শুরু করেন। তাদের বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে পরে তাদের দ্বীনের দাওয়াতে ফিরে আসতে। তাবলিগের অধিকাংশ মুরুব্বী মনে করছেন এই পরিস্থিতিতে আলেম ওলামাগণ যে নির্দেশনা দিয়েছেন তার সাথে তারা একমত।

[৬] গত বছর দুই ভাগ হওয়া তাবলিগের এক অংশের নেতৃত্বে আছে মাওলানা জুবায়ের। অপর অংশে আছেন মাওলানা সাদ। করোনা পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্তের সাথে একমত দুপক্ষই। কাকরাইল মসজিদসহ বিভিন্ন স্থানে তাবলিগের কাজে আসা পাঁচ শতাধিক বিদেশিও আছেন। তাদের নিরাপদে মসজিদেই অবস্থান করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়