শিরোনাম
◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিনজিরায় প্রথম করোনা রোগী শনাক্ত, মডেল টাউন লকডাউন

ডেস্ক রিপোর্ট : [২] ঢাকার কেরানীগঞ্জে এই প্রথম প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হওয়ায় জিনজিরা মডেল টাউন আবাসিক এলাকা ১৪দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এই আবাসিক এলাকায় ১৮০টি বাড়ি, ৪হাজার পরিবার এবং ২০হাজার লোকের বসবাস। রোববার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এই লকডাউন ঘোষণা করেন।

[৩]এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভ‚মি) ওনির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন, কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম।

[৪]জানা যায়, জিনজিরা ইউনিয়নের মডেল টাউন আবাসিক এলাকায় মো. গোলাম মোস্তফা(৬৮)। নামে এক ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হন। তার রাজধানীর গুলিস্তান এলাকায় সুন্দরবন স্কোয়ারে একটি দোকান রয়েছে। সে জিনজিরা মডেল টাউনের ১নং রোডে ৭২নং বহুতলার একটি বাড়ির ৯ তলায় একটি ফ্ল্যাটে তার পরিবার নিয়ে থাকতেন।

[৫] কয়েকদিন আগে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করায়। আজ রবিবার (৫এপ্রিল) ওই পরীক্ষায় তার শরীরে করোনভাইরাসের জীবাণু ধরা পড়ে। তিনি বর্তমানে রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি কিভাবে এই প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে কিছুই এই মুহূর্তে জানা যায়নি। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবাবরক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়