শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিনজিরায় প্রথম করোনা রোগী শনাক্ত, মডেল টাউন লকডাউন

ডেস্ক রিপোর্ট : [২] ঢাকার কেরানীগঞ্জে এই প্রথম প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হওয়ায় জিনজিরা মডেল টাউন আবাসিক এলাকা ১৪দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এই আবাসিক এলাকায় ১৮০টি বাড়ি, ৪হাজার পরিবার এবং ২০হাজার লোকের বসবাস। রোববার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এই লকডাউন ঘোষণা করেন।

[৩]এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভ‚মি) ওনির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন, কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম।

[৪]জানা যায়, জিনজিরা ইউনিয়নের মডেল টাউন আবাসিক এলাকায় মো. গোলাম মোস্তফা(৬৮)। নামে এক ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হন। তার রাজধানীর গুলিস্তান এলাকায় সুন্দরবন স্কোয়ারে একটি দোকান রয়েছে। সে জিনজিরা মডেল টাউনের ১নং রোডে ৭২নং বহুতলার একটি বাড়ির ৯ তলায় একটি ফ্ল্যাটে তার পরিবার নিয়ে থাকতেন।

[৫] কয়েকদিন আগে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করায়। আজ রবিবার (৫এপ্রিল) ওই পরীক্ষায় তার শরীরে করোনভাইরাসের জীবাণু ধরা পড়ে। তিনি বর্তমানে রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি কিভাবে এই প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে কিছুই এই মুহূর্তে জানা যায়নি। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবাবরক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়