ডেস্ক রিপোর্ট, ফেসবুক থেকে : [২] ঢাকা বিশ্ববিদল্যায়ের আরবী বিভাগের প্রাক্তন অধ্যাপক মুহাম্মাদ ফজলুর রহমান তার ফেসবুক ওয়ালে এ নিয়ে লিখেছেন।
[৩] করোনা : সুসংবাদ শিরোনামে তিনি লিখেছেন, কিছুক্ষণ আগে স্নেহাস্পদ প্রফেসর শহীদুল ইসলামের মাধ্যমে উপরোক্ত বিষয়ে একটি অডিও রেকর্ড পেলাম। এ জন্য তাকে আন্তরিক ধন্যবাদ। চীনের উহান শহরের একজন ভারতীয় বাসিন্দা উহানের বর্তমান করোনা পরিস্থিতি জানিয়ে ভারতের আক্রান্তদের পরামর্শ দেবার জন্য অডিও রেকর্ডটি পাঠিয়েছেন।
[৪] হিন্দি ভাষার ঐ অডিওর মর্ম এ রকম : উহানে এখনো অনেক করোনা আক্রান্ত রোগী আছে, কিন্তু এখন আর কেউ মারা যাচ্ছে না এবং ভাইরাসটিকে তেমন ভয় করছে না। কারণ তারা এর চিকিৎসা আয়ত্ত করে ফেলেছে। আক্রান্ত ব্যক্তি দিনে কমপক্ষে চারবার গরম পানি পান করবে, চারবার গরম পানির ভাপ নিবে, বেশী বেশী গরম দুধ ও গরম চা পান করবে। তিনি আরো বলেন, করোনা টেস্ট পজিটিভ হলে একাধারে চারদিন এই চিকিৎসা নিলে ৫ম দিনে নিগেটিভ আসবে। অর্থাৎ চার দিনের তাপে ভাইরাসটির মৃত্যু ঘটে।
[৫] তার ভাষায়, ভারতীয় ভাইবোনেরা যেন ভীত না হয়ে নির্দ্বিধায় এই চিকিৎসা গ্রহণ করে। অডিওটি পাবার সাথে সাথে আমি সাধ্যমত শেয়ার করেছি এবং বাংলাদেশের মানুষসহ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের উপকারে আসতে পারে ভেবে বিষয়টি আমি আমার ফেইসবুক পেইজেও প্রচার করলাম। গ্রন্থনা : সালেহ্ বিপ্লব