রাশিদ রিয়াজ : [২] ব্রিটিশ সংবাদপত্র প্রকাশকরা বলছেন করোনাভাইরাস যখন পুরো পৃথিবীকে গ্রাস করতে চাচ্ছে তখন সংবাদপত্রকে বাঁচিয়ে রাখা যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। মিরর
[৩] ব্রিটিশ সংবাদপত্রের প্রকাশকরা বলছেন গুণগত সাংবাদিকতা টিকিয়ে রাখাও এখন সময়ের দাবি। যদি করোনাভাইরাস আরো তিন মাস তার হানা অব্যাহত রাখে তাহলে ব্রিটিশ সংবাদপত্র শিল্পের ক্ষতি হবে ৫০ মিলিয়ন পাউন্ড। করোনাভাইরাসের মধ্যেও সংবাদপত্রের গুণগত মান, সঠিক প্রতিবেদনের চাহিদা পাঠকদের কাছে বৃদ্ধি পাচ্ছে কিন্তু বিজ্ঞাপন শিল্প অনলাইন মিডিয়ার পাশাপাশি প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপনগুলোকে প্রকাশে বাধা দিচ্ছে। দি সান
[৪] ব্রিটেনের সংবাদপত্র শিল্পের পক্ষে নিউজওয়ার্কস’এর নির্বাহি ট্রেসি ডি গ্রুজ এক খোলা চিঠিতে সংবাদপত্রের এ সংকটের কথা তুলে ধরেন। ডেইলি মেইল
[৫] খোলাচিঠিতে বিজ্ঞাপনদাতাদের প্রিন্ট মিডিয়ার জন্যে বিজ্ঞাপন প্রকাশে বাধা দূর করার আহবান জানিয়ে বলা হয় এই দূর্যোগে ব্রিটিশ সাংবাদিকতার গুণগত মান নিশ্চিত রাখতে যেন তহবিল প্রদান অব্যাহত রাখা হয়। মিরর
[৬] বলা হয় ব্রিটিশ সংবাদপত্রের জন্যে সময়টি চ্যালেঞ্জের, সেখানে সংবাদপত্র শিল্পখাতের আকার মুখ্য নয় বরং করোনাভাইরাস মোকাবেলায় আমাদের এক সঙ্গে কাজ করা প্রয়োজন।
[৭] বিজ্ঞাপন দেয়া বন্ধকে আরেক ধরনের করোনাভাইরাস হিসেবে অভিহিত করে বলা হয় এ শিল্পকে বাঁচাতে সংবাদপত্র বাঁচলে মহামারী প্রতিরোধে যুদ্ধের সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। কারণ বিজ্ঞাপন বন্ধ থাকায় সাংবাদকদের পেশাগত কাজ অব্যাহর রাখাই কঠিন হয়ে পড়েছে।