শিরোনাম
◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোশাল মিডিয়ায় গুজব রোধে নজরদারি, ৫০ অ্যাকাউন্ট বন্ধের সুপারিশ

ডেস্ক রিপোর্ট :[২] ভয়াবহ করোনাভাইরাস সম্পর্কে গুজব ছড়ানোয় ৫০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করার পদক্ষেপ নিতে সুপারিশ করেছে পুলিশ। পুলিশ সদরদপ্তর থেকে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে এই অনুরোধ জানানো হয়েছে। আমারসংবাদ, পিবিবিডি, প্রিয়

[৩]এছাড়া গুজব ছড়ানোর সঙ্গে জড়িত আরও ৮২টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, পেইজ ও সাইটে গুজব ছড়ানোর পেছনে কারা রয়েছে, তাদের খুঁজে বের করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) পুলিশের এআইজি (মিডিয়া ও জনসংযোগ) মো. সোহেল রানা এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছেন।

[৪]করোনার গুজব ছড়ানো ঠেকাতে পুলিশ বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান এআইজি। এদিকে করোনা সম্পর্কে গুজব ছড়িয়ে দেয়ার অভিযোগে চাঁদপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ডিএমপি এবং কিশোরগঞ্জের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সোমবার পুলিশ সদরদপ্তর থেকে বলা হয়, করোনাভাইরাস মহামারী ঠেকানোর এই সময়ে পুরনো এবং ‘ফটোশপ করা’ ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করে পুলিশ সদস্যদের মনোবল ভেঙে দেয়ার চেষ্টা চলছে।

[৫]এসব ছবি ইন্টারনেটে না ছড়িয়ে বরং সতর্ক থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। এই ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে ‘উপযুক্ত আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “সাইবার টিমগুলোও গুজব ও মিথ্যা রটনাকারীদের খুঁজে বের করতে কাজ করছে। এই বিষয়গুলো নিউজ মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো উপায়ে পুলিশ সদর দফতরের দৃষ্টিতে আসা মাত্রই মাঠ পর্যায়ে ইউনিট কমান্ডারদের তাৎক্ষণিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়