শিরোনাম
◈ রাজনীতির পালাবদলে বিপাকে তারকারা: গ্রেফতার, মামলায় জর্জরিত অর্ধশতাধিক শিল্পী ◈ নানা বৈষম্যে চাকরি ছাড়ছেন পেট্রোবাংলার কর্মকর্তারা! ◈ টিউলিপকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি: দুদক চেয়ারম্যান ◈ সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকের মৃত্যুর পর বিস্ময়কর দাবি ◈ আওয়ামী লীগের 'কর্মকাণ্ড', ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ◈ দুদকের তলবে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক ◈ জুনে আসছে আইএমএফ-বিশ্বব্যাংকের ৩.৫ বিলিয়ন ডলার, বাজারভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা গভর্নরের ◈ ম‌হেদী মিরাজ আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার ◈ এবার ব্যারিকেড ভেঙে শাহবাগের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বাণিজ্যযুদ্ধে ‘বিজয়ের আনন্দ’ চীনে: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য ১০ লক্ষ টাকার বীমা ঘোষণা করলেন মমতা

ইয়াসিন আরাফাত : [২] করোনা পরিস্থিতিতে জরুরি সেবায় নিযুক্ত কর্মীদের জন্য এ সিদ্ধান্ত নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার রাজ্য সরকারের দপ্তর নবান্নে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন তিনি।এইসময়, ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ

[৩] এর আগে করোনা মোকাবিলায় যারা কাজ করবেন, সেইরকম ১০ লক্ষ মানুষের জন্য ৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করা হয়েছে বলে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[৪] এদিন মমতা বলেন, মানুষ বেঁচে থাকলে পয়সা আসবে। তাই চিকিৎসক-নার্স, স্বস্থ্যকর্মীদের বীমার অঙ্ক ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হল। ওদের পরিবারের কারও হলেও এই বিমার আওতায় আসবে। যারা কুরিয়ার বহন করেন, রান্না করেন, সাফাইয়ের কাজ করছেন, আয়ার কাজ করছেন, আশার মেয়েরা, আইসিডিএস কর্মী, সকলে এই বিমার আওতায় আসবেন। বেসরকারি সংস্থায় যারা একাজ করছেন, তাদেরও এই বিমার আওতায় আনা হবে। পুলিশে যারা রয়েছেন, তারাও এই বিমার আওতায় আসবেন।

[৫] করোনা মোকাবিলায় এদিন নবান্নে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় কী পরিস্থিতি, সে নিয়ে খোঁজখবর নেন মমতা। কাজে সমন্বয়ের যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সে ব্যাপারে কর্মকর্তাদের বার্তা দেন মমতা।

[৬] নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের বাড়ি দূরে হলে কাছাকাছি থাকার ব্যাবস্থা করতে হবে বলে নির্দেশ দেন মমতা। ডাক্তার-নার্সদের খাওয়া-দাওয়ার কোনও সমস্যা হচ্ছে কিনা খোঁজ নেন মমতা। ডাক্তার-নার্সদের যাতায়াতে কোনও সমস্যা হচ্ছে কিনা সে নিয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, আরও ৩০০ ভেন্টিলেটরের ব্যবস্থা করা হচ্ছে। মোবাইল ভেন্টিলেটরেরও ব্যবস্থা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়