ডেস্ক রিপোর্ট : [২] বর্তমানে কিছু নামি দামি সংস্থার রাউটারগুলো হ্যাক করা হচ্ছে। হ্যাকাররা বাড়িতে ব্যবহৃত রাউটারগুলোকে হ্যাক করে ডিএনএস পরিবর্তন করে দিচ্ছে। এরফলে ব্যবহারকারীরা অনিচ্ছায় ভুল অ্যাপ্লিকেশন ডাউনলোড করছেন। লকডাউনের কারণে বেশির ভাগ মানুষ যখন ইন্টারনেট-নির্ভর বিনোদনে সময় কাটাচ্ছেন, ঠিক তখন এই অপকর্ম করছে হ্যাকাররা। জিনিউজইন্ডিয়া, ইত্তেফাক, প্রিয়ডটকম
[৩] জানা যায়, সা¤প্রতিককালে করোনাভাইরাস সম্পর্কিত ভুয়া অ্যাপ, এপিকে ফাইল বা লিঙ্ক ডাউনলোড করে বিপদে পড়েছেন অনেকেই। হ্যাকারদের নতুন এই কারসাজিতে এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডি-লিঙ্ক ও লিঙ্কসিস রাউটার।
[৪] সাইবার বিশেষজ্ঞদের দাবি, কোনোভাবে যদি হ্যাকাররা আইপির মাধ্যমে রাউটারগুলো হ্যাক করতে পারে, তাহলে তারা অনায়াসেই সেখান থেকে যে কোনও তথ্য পেয়ে যেতে পারে।
[৫] এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) অভিযোগ জানিয়ে বলেছে, সাধারণ মানুষ করোনাভাইরাস নিয়ে ভুয়া খবর পাচ্ছে। এর একমাত্র কারণ, তারা হ্যাকারদের ফাঁদে পা দিয়ে নকল অ্যাপ ডাউনলোড করেছেন।
[৬] সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, নকল এই অ্যাপ্লিকেশনগুলো সাধারণত অক্সি ডেটা স্টেলার ‘টরজান’-এর সংস্করণ। এটি সাধারণত অর্থ প্রদানের তথ্য, ব্রাউজার, প্রশংসাপত্র ইত্যাদি সম্পর্কিত তথ্য চুরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর হ্যাকাররা যদি একবার রাউটার হ্যাক করতে পারে, তাহলে তারা তাদের ইচ্ছে মতো সেটিকে ব্যবহার করবে।
[৭] তবে এ প্রসঙ্গে ব্যবহারকারীরা জানিয়েছেন, সাধারণত কিছু সহজ পাসওয়ার্ডের কারণে হ্যাক হয় রাউটারগুলো। সম্পাদনা : মাজহারুল ইসলাম