শিরোনাম
◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও)

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাত ধুয়ে এলাকায় প্রবেশ করুন 

ফিরোজ আহম্মেদ : [২] ঝিনাইদহ কালীগঞ্জের ফয়লা মাষ্টারপাড়ায় বিশ^ মহামারি করোনা ভাইরাস থেকে নিজ এলাকাবাসিকে জীবানু মুক্ত রাখতে ও সচেতনতার জন্য ” সুখে দুঃখে মাষ্টারপাড়াবাসির উদ্যোগে হাত ধোয়ার ব্যবস্তা ও এলাকার ভিতরের সকল রাস্তায় জীবানু মুক্ত ঔষুধ ছেটানো হয় ।
ফেসবুক গ্রুপ সুখে দুঃখে মাষ্টারপাড়াবাসি এর সকল উদ্যোক্তারা নিজেদের কাছথেকে ১০০/২০০ টাকা করে দিয়ে তারা এই ঔষুধ ও যাবতীয় জিনিসপত্র ক্রয় করেন ।

[৩] হাত ধোয়ার কার্যক্রম এর উদ্ভোধন করেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জনাব সাবজাল হোসেন , বিশিষ্ট মৎস্য ব্যাবসায়ী আলাল বিশ্বাস ও এ সময় উপস্থিত ছিলেন ফেসবুক গুরুপের অ্যাডমিন রাজু আহম্মেদ , ফিরোজ কবির , মোঃ জুয়েল রানা , সোহাগ হোসেন , বিপ্লব হোসেন , রাতুল হাসান , শহিদ, লিটন, প্রভাত , রিংকন সহ গুরুপের অন্য সদস্যরা ।

[৪] এসময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব সাবজাল হোসেন বলেন সবাই যদি এভাবে নিজ নিজ উদোগে এগিয়ে আসে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাহলে অতি দ্রুতই আমরা এই মহামারি থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ ।

[৫] এছাড়াও ফেসবুক গুরুপের অ্যাডমিন রাজু আহম্মেদ বলেন , আমাদের সব সময়ই মানুষের পাশে থাকার অনেক ইচ্ছা যদি এলাকার সকলে এভাবে আমাদের পাশে থাকে তাহলে শুধু করোনা- ই না যে কোনো বাঁধা বিপত্তি আমরা সর্বোচ্চ ভাবে মোকাবেলার চেষ্টা করবো । এবং দিন শেষে ইনশাল্লাহ আমরাই জয়ী হবো । সকল কে সহযোগিতা করার জন্য ধন্যবাদ এবং আশা করি সকলে আমাদের আরও বেশি সহযোগিতা করবে ও পাশে থাকবে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়