আব্দুম মুনিব, কুষ্টিয়া :[২] দুই জন মুসল্লী আর একজন ইমাম। মাত্র ৩ জন মানুষের উপস্থিতিতে জানাযা নামাজ শেষে দাফন করা হয়েছে কুষ্টিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহের এক ব্যক্তিকে। সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সর্দি, জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে আইইসিডিআর কর্তৃপক্ষ। দুপুরে তাকে ভেড়ামারার ফারাকপুর গোরস্থানে দাফন করা হয়। এম্বুল্যান্সে লাশ রেখেই জানাযা নামাজ পড়ান চাচাত ভাই জিনারুল ইসলাম। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ দুপুরে বলেন, লাশবাহী অ্যাম্বুলেন্সে জীবাণুনাশক ছিটানোর পর লাশ নামানো হয়েছে। মারা যাওয়া ব্যক্তির পরিবারের তিনজন সদস্য জানাজায় অংশ নেন। পরে লাশ দাফন করা হয়। জানাজায় অংশ নেওয়া তিনজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।