আসিফুজ্জামান পৃথিল : [২] সর্বশেষ পরীক্ষার পর সেলফ আইসোলেশন ত্যাগ করেছেন ৭১ বছর বয়সী যুবরাজ। বিবিসি, সিএনএন
[৩] এক প্রাসাদ কর্মকর্তা জানিয়েছেন, প্রিন্সের স্বাস্থ্য বেশ ভালো। তবে তিনি সরকারি নির্দেশনা মেনে চলাফেরা করবেন।
[৪] তার মুখপাত্র বলেছেন, ‘ক্লিয়ারেন্স হাউজ আজ জানিয়েছে, প্রিন্স সম্পূর্ণ সুস্থ।’
[৫] সেলফ আইসোলেশনের সময় প্রিন্স চার্লস রয়েল বালমোরাল স্টেটের বিরখাল হোমে কাটিয়েছেন।