তৌহিদুর রহমান , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] ‘সেবাই ব্রত, করিব বিকশিত’-এ স্লোগানকে সামনে রেখে করোনার প্রভাবে বেকার হয়ে পড়া আড়াইশ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।
[৩] সোমবার (৩০ মার্চ) দুপুরে শহরের পাইকপাড়ায় ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আওতায় শতাধিক পরিবারের মধ্যে এ খাবারসামগ্রী বিতরণ করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বি এম এর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মো. আবু সাঈদ।
[৪] এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল বিভূতি ভুষণ দেবনাথ, ব্যবসায়ী সেলিম মিয়া, মো. মফিজ উদ্দিন, বুলবুল মিয়াসহ অত্র ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। সম্পাদনা: জেরিন আহমেদ