মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা কোন ফেইসবুক একাউন্ট, পেইজ বা গ্রুপ ব্যবহার বা পরিচালনা করেন না। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বা অন্য কোন নামে ফেসবুক একাউন্ট পরিচালিত হয় না। সম্প্রতি ফজিলাতুন্নেছা ইন্দিরা এম পি নামক ভুয়া ফেইসবুক একাউন্ট থেকে গবীর-অসহায় মানুষকে সাহায্য করার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণরূপে অসৎউদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনি।
যদি কোন ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান প্রতিমন্ত্রীর নামে কোন ফেইসবুক একাউন্ট, আইডি, পেজ বা কোন গ্রুপ পরিচালনা করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির লক্ষ্যে সাহায্য চেয়ে কোন পোস্ট বা আবেদন করে থাকে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ দেশে প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী সকলকে এবিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি