শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন ঘরে বসে নিজের সঙ্গে, পরিবারের সদস্যের সান্নিধ্যে সুন্দর সময় কাটানোর এক অপূর্ব সুযোগ

সাইফুল্লাহ মাহমুদ দুলাল : এখন ঘরে বসে নিজের সঙ্গে, পরিবারের সদস্যের সান্নিধ্যে সুন্দর সময় কাটানোর এক অপূর্ব সুযোগ। এই সময় এবং সুযোগকে যথার্থভাবে কাজে লাগান, পিকনিক-পিকনিক আমেজে আনন্দে গৃহবন্দি জীবনটা ভিন্নভাবে উপভোগ করুন। কতো বই পড়া হয়নি, কতো গান শোনা হয়নি। সেই জমে থাকা বই পড়–ন, ভালো লাগা গান শুনুন। যেসব ছবি দেখা হয়নি, সেই সিনেমাগুলো দেখুন, অ্যালবাম ঘাঁটুন। শৈশবের কথা ভাবুন। আর যারা লেখালেখি করেন, তাদের জন্য তো এক সুবর্ণ সুযোগ। আমি সেই সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছি। অনেকেই ভার্চুয়াল অফিস করছেন। আপনিও ঘরে বসে চা পান বা পানাহার করতে করতে ভার্চুয়ালি বন্ধু-বান্ধব, স্বজন-প্রিয়জনের সঙ্গে সময় কাটান, আড্ডা দেন। কর্মজীবনের ব্যস্ততায় স্ত্রী বা স্বামীকে অথবা সন্তানকে অনেক কথা বলা হয়নি, অনেক কিছু শেয়ার করা হয়নি। সময়ের অভাবে প্রাণ খুলে বলা হইনি। আজ সেই কথা বলার সময় এসেছে। যে ভালোবাসাগুলো জমা ছিলো, স্বেচ্ছায় ঘরবন্দি সময়ে আজ তা বিলিয়ে দিন, ছড়িয়ে দিন মনের সৌরভ। বর্তমানকে উপভোগ করুন আর ভবিষ্যৎকে নিয়ে দুশ্চিন্তা না করে আগামী দিনের স্বপ্ন দেখুন, অন্ধকারের পরে আসবে ফুরফুরে ভোর। একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। সামনে সুদিন। আবার আমাদেরÑ জমবে মেলা/বটতলা হাট খোলায়। আপনি, আমি, আমরা কিন্তু ভাগ্যবান। একবার ভেবে দেখুন, আমাদের ডান-বাম থেকে, সামনে-পেছন থেকে অনেকেই তো চিরদিনের জন্য চলে গেছেন। আমরা আছি। এটা কী কম সৌভাগ্য।করোনা নিয়ে আতঙ্ক করার কারণ নেই। মন খারাপ করে, অযথা অগ্রিম দুশ্চিন্তা করে মানসিকভাবে অসুস্থ হওয়া বোকামি ছাড়া কিছু নয়। এটা একটা দুর্যোগ। মানুষ যুগে যুগে এ ধরনের দুর্যোগ মোকাবেলা করেছে, অতিক্রম করেছে ক্রান্তিকাল। কাজেই ভয়ের কিছু নেই। বরং সচেতন হোন। মৃত্যু তো অনিবার্য। মৃত্যুকে বন্ধু ভাবুন। আমরা ‘জন্ম গ্রহণ’, আর মৃত্যকে ‘বরণ’ করি। রবি ঠাকুর কি সুন্দর করে বলেছেন, ‘মরণ রে, তুঁহু মম শ্যামসমান...’ আহ! জয় গুরু!
আর যারা আমাকে করোনার বদলে কোরআনের ছবক দেন, তাদের জন্য বলছি, পবিত্র কোরআনে বর্ণিত আছেÑ অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। (সূরা ইমরান : ১৮৫)। আনন্দ-বেদনা নিয়েই আমাদের জীবন। তাই আনন্দে আমরা যেভাবে উপভোগ করি, সেভাবেই বেদনাকে বর্জন করে অর্জন করি সাহস, শক্তি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়