শিরোনাম
◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন ঘরে বসে নিজের সঙ্গে, পরিবারের সদস্যের সান্নিধ্যে সুন্দর সময় কাটানোর এক অপূর্ব সুযোগ

সাইফুল্লাহ মাহমুদ দুলাল : এখন ঘরে বসে নিজের সঙ্গে, পরিবারের সদস্যের সান্নিধ্যে সুন্দর সময় কাটানোর এক অপূর্ব সুযোগ। এই সময় এবং সুযোগকে যথার্থভাবে কাজে লাগান, পিকনিক-পিকনিক আমেজে আনন্দে গৃহবন্দি জীবনটা ভিন্নভাবে উপভোগ করুন। কতো বই পড়া হয়নি, কতো গান শোনা হয়নি। সেই জমে থাকা বই পড়–ন, ভালো লাগা গান শুনুন। যেসব ছবি দেখা হয়নি, সেই সিনেমাগুলো দেখুন, অ্যালবাম ঘাঁটুন। শৈশবের কথা ভাবুন। আর যারা লেখালেখি করেন, তাদের জন্য তো এক সুবর্ণ সুযোগ। আমি সেই সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছি। অনেকেই ভার্চুয়াল অফিস করছেন। আপনিও ঘরে বসে চা পান বা পানাহার করতে করতে ভার্চুয়ালি বন্ধু-বান্ধব, স্বজন-প্রিয়জনের সঙ্গে সময় কাটান, আড্ডা দেন। কর্মজীবনের ব্যস্ততায় স্ত্রী বা স্বামীকে অথবা সন্তানকে অনেক কথা বলা হয়নি, অনেক কিছু শেয়ার করা হয়নি। সময়ের অভাবে প্রাণ খুলে বলা হইনি। আজ সেই কথা বলার সময় এসেছে। যে ভালোবাসাগুলো জমা ছিলো, স্বেচ্ছায় ঘরবন্দি সময়ে আজ তা বিলিয়ে দিন, ছড়িয়ে দিন মনের সৌরভ। বর্তমানকে উপভোগ করুন আর ভবিষ্যৎকে নিয়ে দুশ্চিন্তা না করে আগামী দিনের স্বপ্ন দেখুন, অন্ধকারের পরে আসবে ফুরফুরে ভোর। একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। সামনে সুদিন। আবার আমাদেরÑ জমবে মেলা/বটতলা হাট খোলায়। আপনি, আমি, আমরা কিন্তু ভাগ্যবান। একবার ভেবে দেখুন, আমাদের ডান-বাম থেকে, সামনে-পেছন থেকে অনেকেই তো চিরদিনের জন্য চলে গেছেন। আমরা আছি। এটা কী কম সৌভাগ্য।করোনা নিয়ে আতঙ্ক করার কারণ নেই। মন খারাপ করে, অযথা অগ্রিম দুশ্চিন্তা করে মানসিকভাবে অসুস্থ হওয়া বোকামি ছাড়া কিছু নয়। এটা একটা দুর্যোগ। মানুষ যুগে যুগে এ ধরনের দুর্যোগ মোকাবেলা করেছে, অতিক্রম করেছে ক্রান্তিকাল। কাজেই ভয়ের কিছু নেই। বরং সচেতন হোন। মৃত্যু তো অনিবার্য। মৃত্যুকে বন্ধু ভাবুন। আমরা ‘জন্ম গ্রহণ’, আর মৃত্যকে ‘বরণ’ করি। রবি ঠাকুর কি সুন্দর করে বলেছেন, ‘মরণ রে, তুঁহু মম শ্যামসমান...’ আহ! জয় গুরু!
আর যারা আমাকে করোনার বদলে কোরআনের ছবক দেন, তাদের জন্য বলছি, পবিত্র কোরআনে বর্ণিত আছেÑ অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। (সূরা ইমরান : ১৮৫)। আনন্দ-বেদনা নিয়েই আমাদের জীবন। তাই আনন্দে আমরা যেভাবে উপভোগ করি, সেভাবেই বেদনাকে বর্জন করে অর্জন করি সাহস, শক্তি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়