লাইজুল ইসলাম : [২] সকালে কারওয়ান বাজারে এই চিত্র দেখা গেছে। ক্রেতা না থাকায় এই অবস্থা হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রয়োজনের চাইতে বেশি ক্রয় করা ও ঢাকা থেকে বাড়ি ফিরে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
[৩] কারওয়ান বাজারে ডিম বিক্রি হয়েছে হালি ২০ টাকা করে। বেগুন প্রতি কেজি ৪ টাকা, টমেটো ২০ টাকা, বরবটি ১০ টাকা করে বিক্রি হচ্ছে। এটিএননিউজ
পেঁয়াজ ব্যবসায়ী সোহেল বলেন, বাজারে আজ দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬-৩৭ টাকা করে। চায়না বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকা করে।
[৪] কাঁচা সবজি বিক্রি হয়েছে, করোলা ২০, সিম ১০, মূলা ৭, বেগুন ১০, মরিচ ২০ টাকা করে বিক্রি হয়।
[৫] মাছের দামও কম ছিলো বাজার জুড়ে। এছাড়া, ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১১০ টাকা কেজিতে।
[৬] সিনিয়র সংবাদকর্মী ইকবাল খান জানান, সড়ক ধরে আসার সময় ভ্যানে করে সবজি বিক্রি হচ্ছে দেখে দাড়াই। খুব অল্প দামে বিক্রি হচ্ছে সবজি। তাই কিছু সবজি কিনেও নিয়েছি।
[৭] বিক্রেতারা বলছেন, দাম আর কি কমবে। এটাই শেষ ধাপ। যতদিন বাজার ভালো না হবে ততদিন এভাবেই বসে থাকতে হবে। অল্প করে কিনতে হবে আর বিক্রি করতে হবে।