আক্তারুজ্জামান : [২] সব ধরনের ক্রিকেট বন্ধ রয়েছে। ফলে আর্থিক সঙ্কটে পড়তে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট খেলে বেড়ানো ক্রিকেটাররা। কেননা ঢাকা প্রিমিয়ার লিগের আয় দিয়েই চলে কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের সারা বছর। তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সময় টিভি
[৩] করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে দেশের ক্রিকেট। স্থবির হয়ে আছে গোটা ক্রিকেট অঙ্গন। দেশের ক্রিকেটারদের রুটি-রুজি বলা হয় যে প্রিমিয়ার লিগকে, শুরুর পরপরই বন্ধ হয়ে গেছে সেটিও। সব মিলিয়ে অনিশ্চয়তার মেঘ দেশের ক্রিকেট আকাশে।এমন পরিস্থিতিতে খেলোয়াড়রাও আছেন শঙ্কায়। তবে ক্রিকেটারদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
[৪] বিসিবি জানিয়েছে, প্রিমিয়ার লিগের যে ক্রিকেটাররা বোর্ডের কেন্দ্রীয় চুক্তি কিংবা প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতে নেই, তাদের এককালীন ৩০ হাজার টাকা করে দেওয়া হবে বোর্ডের পক্ষ থেকে। বর্তমান দুর্যোগপূর্ণ সময়ে দুঃসময় এড়াতে এই উদ্যোগ নিয়েছে বিসিবি।
[৫] চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের জন্য বোর্ডের আর্থিক সহায়তার বিষয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে। যে ক্রিকেটাররা বিসিবির চুক্তিতে নেই তারা এই সময়ে আর্থিক সংকটে পড়তে পারে, কারণ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কাছ থেকে তারা আংশিক পারিশ্রমিক পেয়েছে। তাই তাদের জন্য বিসিবির এই উদ্যোগ। ক্রিকটাইম