শিরোনাম
◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না ◈ বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল ◈ ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ (ভিডিও) ◈ খালেদা জিয়ার ভারতের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব নিয়ে যা জানা যায় ◈ ২১ বছর পর চূড়ান্ত হলো জাতীয় নগর উন্নয়ন নীতিমালা, নগরায়ণে নতুন দিশা দিচ্ছে সরকার ◈ আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব: রুমিন ফারহানা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকদের সুরক্ষায় বিনামূল্যে পিপিই দিবে ‘স্নোটেক্স’

ইয়াসিন আরাফাত : [২] করোনা ভাইরাস সংক্রমণের সংকটময় এই পরিস্থিতিতে ৫০ হাজার পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) তৈরি করতে যাচ্ছে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ‘স্নোটেক্স গ্রুপ’।

[৩] প্রাথমিকভাবে ১৭ হাজার পিপিই বিজিএমইএ, এম এন্ড এস এবং বুয়েটের সহায়তায় বিনামূল্যে সরবরাহ করা হবে স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকদের মাঝে।

[৩] শনিবার দুপুরে প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (পিআর) শেখ রাহাত অয়ন জানান, আগামী ২ এপ্রিলের মধ্যেই আমরা এই ৫০ হাজার পিপিই তৈরি করতে পারব। প্রাথমিকভাবে, শনিবার প্রস্তুতকৃত ৫০০ পিপিই সরাসরি চিকিৎসকদের কাছে সরবরাহ করা হবে। তাদের মতামত পেলে পরবর্তীতে এই পিপিই'র প্যাটার্ন পরিবর্তন বা সংযোজন করা হতে পারে।

[৪] এছাড়াও,‘স্নোটেক্স’ গ্রুপ পিপিই বিক্রয়ের ক্ষেত্রে, সম্পূর্ণরূপে অলাভজনক হিসাবে কাজ করবে বলেও জানান তিনি ।

[৫] অয়ন আরও জানান, সংকটময় এ মুহূর্তে ‘স্নোটেক্স’ থেকে সরবরাহকৃত পিপিই হবে সম্পূর্ণ গার্মেন্টস ম্যানুফেকচারড। এগুলো শতভাগ পলিস্টার টাফেটার উপরে পিইউ কোটিং এর ফেব্রিক দিয়ে আপাতত জরুরিভাবে প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও পিপিই তৈরিতে কাপড়ের টেস্টিং পেরিমিটার- ৩০ সেকেন্ড ৩ পিএসআই চাপে, সেলায়ের পরে শতভাগ সিমসিলিং টেপ ব্যবহার করা হবে।

[৬] তিনি বলেন, ইতোমধ্যেই এই পিপিই তৈরির জন্য ডিজি হেলথ থেকে অনুমোদন নিয়েছে বুয়েট। প্রস্তুতকৃত এই পিপিই টি শতভাগ প্রফেশনাল পিপিই না হলেও সংকটময় এই মুহুর্তে জীবন রক্ষার্থে অনেকাংশেই সাহায্য করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়