আন্তর্জাতিক ডেস্ক :[২] তিনিই প্রথম বিশ্বনেতা যিনি এই রোগে আক্রান্ত হলেন। জনসনের খুব সামান্য লক্ষণ প্রকাশিত হয়েছে এবং তিনি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটেই সেলফ আইসোলেটেড থাকবেন। বিবিসি, ডেইলি মেইল
[৩] একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ইংল্যান্ডের চিফ মেডিক্যাল অফিসার প্রফেসর ক্রিস হুইটির পরামর্শেই তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তবে এই সংকট মোকাবেলায় এখনও তিনি সরকারকে নেতৃত্ব দেবেন।’
[৪] একটি টুইটবার্তায় বরিস জনসন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমার খুব সামান্য লক্ষণ দেখা যাচ্ছিলো। পরে এক পরীক্ষায় শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আমি এখন আইসোলেটেড আছি। কিন্তু আমি এই যুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতৃত্ব দেবো।’
[৫] সর্বশেষ বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটের সামনে এক অনুষ্ঠানে অংশ নেন বরিস। এসময় দেশব্যাপী চিকিৎসাকর্মীদের ধন্যবাদ প্রদানের অংশ হিসেবে তাকে তালি দিতে দেখা যায়।
[৬] যুক্তরাজ্যে দ্রæতহারে বিস্তার লাভ করছে করোনাভাইরাস। দেশটিতে এখ নপর্যন্ত ১১ হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছেন। যার ৫৭৮জন মারা গেছেন।
[৭] এর আগে ব্রিটিশ প্রিন্স উইলিয়ামসের করোনাভাইরাস ধরা পড়ে।