শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেন্টাগনে করোনাভাইরাসের হানা, মেরিন কর্মকর্তা আক্রান্ত

রাশিদ রিয়াজ : [২] মার্কিন মেরিন কোরের মুখপাত্র ক্যাপ্টেন মনিকা উইট জানান, আক্রান্ত মেরিন কর্মকর্তা চলতি সপ্তাহের গোড়ার দিকে ফিরেছেন। মেরিন কোরের সদর দফতরের পরিকল্পনা, নীতি এবং অভিযান বিষয়ক বিভাগে দায়িত্বে পালন করতেন তিনি। আরটি

[৩] ওই মেরিন কর্মকর্তা তার জীবন-সঙ্গীর কাছ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি স্বেচ্ছায় আইসোলেশনে চলে গেছেন। তিনি সর্বশেষ অফিস করেন গত ১৩ মার্চ। এদিকে তার কর্মস্থলকে জীবাণু মুক্ত করা হয়েছে বলেও জানান ক্যাপ্টেন উইট।

[৪] মেরিন কর্মকর্তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পেন্টাগন। তবে তিনি পেন্টাগনের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি হিসেবে নিশ্চিত হলেও শেষ ব্যক্তি নন। কারণ পেন্টাগনের অনেক কর্মীর করোনা নির্ণয়ের পরীক্ষার পর এখনও ফলাফল পাওয়া যায় নি।

[৫] পেন্টাগনের ন্যাশনাল মিলিটারি কমান্ড সেন্টারের এক কর্মী এ সব সন্দেহভাজনদের অন্যতম। পেন্টাগনের এ কেন্দ্রটি সাধারণ ভাবে ‘রণ কক্ষ’ বা ‘ওয়ার রুম’ নামে পরিচিত। অন্যান্য অনেক নির্দেশের মতো প্রয়োজনে পরমাণু বোমা ফেলার নির্দেশও এখান থেকেই দেয়া হবে।

[৬] যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার পেন্টাগনে প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। পেন্টাগনে কর্মরতদের এখনো ৩০ শতাংশ যথারীতি অফিস করছেন। একই সঙ্গে মার্ক এস্পার সকল মার্কিন সেনাকে ভ্রমণ থেকে ৬০ দিন বিরত থাকার জন্যে নির্দেশ দিয়েছেন। তবে আফগানিস্তানে এ আদেশ কার্যকর হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়